ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

যে কারণে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণায় দেরি

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ০৫:০০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ০৫:০০:২২ অপরাহ্ন
যে কারণে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণায় দেরি যে কারণে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণায় দেরি

স্পোর্টস ডেস্ক
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড আইসিসিকে জানানোর নির্ধারিত সময় পেরিয়ে গেছেবেঁধে দেওয়া সময়ের মধ্যেই ১৫ জনের দল আইসিসিতে পাঠিয়ে দিয়েছে বিসিবিকিন্তু বাংলাদেশে সেই দল এখনও ঘোষণা করা হয়নিএই দল ঘোষণা করা হবে নাকি একদম চূড়ান্ত দলই প্রকাশ করা হবে, সেই টানাপোড়েন এখনও চলছেচূড়ান্তদলের ব্যাপারটি অনেকেই জানেনযারা জানেন না, তাদের মনে খটকা লাগতে পারেব্যাপার হলো, বিশ্বকাপের দল দেওয়ার শেষ দিন ছিল গত ১ মেতবে আগামী ২৫ মে পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই দলে ইচ্ছেমতো পরিবর্তন আনা যাবেবাংলাদেশ এই সুযোগটিই নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনিশুধু বাংলাদেশই অবশ্য নয়, আইসিসিতে স্কোয়াড জমা দিলেও বিশ্বকাপের ২০ দলের ১১টিই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেনিপাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজও আছে এই তালিকায়বোঝা যাচ্ছে, বাড়তি সময়টুকুর সুবিধা বেশির ভাগ দলই নিয়েছেতবে ক্রিকেট বিশ্বের শীর্ষ শক্তি যাদেরকে মনে করা হয়, যে দেশগুলোর ক্রিকেট বোর্ড পেশাদার হিসেবে মোটাদাগে অনুকরণীয়, সেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, এমনকি নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দলবাড়তি সময়টুকুর ভাবনা নিশ্চয়ই তাদেরও আছেইংল্যান্ড যেমন দল ঘোষণার সময়ই জানিয়ে দিয়েছে, এটি তাদের প্রোভিশনালস্কোয়াডএটিই শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াড হয়ে যেতে পারে, পরিবর্তনও টুকটাক আসতে পারেঅস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলিও দল ঘোষণার সময় জানিয়ে রেখেছেন, সুযোগ যেহেতু আছে, প্রয়োজন মনে করে দলে পরিবর্তন তারা আনবেনবাংলাদেশও এই পথ বেছে নিতে পারত কি না, প্রশ্নটি যৌক্তিকভাবেই উঠছেদায়িত্ব নিয়ে সেই প্রশ্নের উত্তর দিতে এখনও পর্যন্ত রাজি নয় বোর্ড বা নির্বাচক কমিটিদল ঘোষণার দেরি করার পেছনে যৌক্তিক কারণ আছে তাদেরওতবে সরাসরি তা বলতে চাচ্ছেন না কেউইতবে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালক কারণটি ব্যাখ্যা করলেনযে দলটা আমরা পাঠিয়েছি, সেটাতে পরে পরিবর্তন আসতে পারেনির্বাচক ও কোচের কথা হচ্ছে, আমাদের কিছু ইস্যু আছে, বিশেষ করে ইনজুরি নিয়ে
তাদের কথা হচ্ছে, খেলার পরে (জিম্বাবুয়ে সিরিজ) সুবিধাজনক সময়ে আমরা একেবারে চূড়ান্ত দল ঘোষণা করবসেই চোট সমস্যা বা ইস্যুগুলোওখুব গোপনীয়
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য