স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের জন্য গতকাল পাকিস্তান তাদের সেরা একাদশ ঘোষণা করেছে। বাংলাদেশের বিরুদ্ধে সবশেষ ম্যাচ না খেলা শাহীন শাহ আফ্রিদি ফিরলেন সাদা পোশাকের অ্যাকশনে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলা দল থেকে ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচের একাদশে তিন পরিবর্তন। ফিরে আসলেন তিন তারকা পেসার- শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও আমির জামাল। এই তিন অভিজ্ঞ পেসারকে জায়গা দিতে বাদ পড়লেন মোহাম্মদ আলি, খুররম শাহজাদ ও মির হামজা। বাংলাদেশ সিরিজের জন্য জামালকে পাকিস্তানের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু প্রথম টেস্টের আগে তিনি ম্যাচ খেলার জন্য ফিটনেস ছাড়পত্র পাননি। স্পিনার আবরার আহমেদ একাদশে তার জায়গা ধরে রেখেছেন। এবং পাকিস্তানের শীর্ষ সাত পজিশন তাদের আগের ম্যাচের মতোই আছে। ইংল্যান্ড গত শনিবার তাদের প্লেয়িং ইলেভেন ঘোষণা করেছে।
পাকিস্তান একাদশ : সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আলি আঘা, আমির জামাল, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
