ঢাকা , রবিবার, ০৩ অগাস্ট ২০২৫ , ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব মানসম্মত সেবা দিতে পারছে না সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছি : জয়শঙ্কর ‘চূড়ান্ত কূটনৈতিক বিজয়’ বলছেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সরকারের কূটনৈতিক বিজয় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৩৮ গাজীপুরে শাপলা তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে ২ যুবকের মৃত্যু পাবনায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ চলতি বছর করোনায় আক্রান্ত ৭২০ জন মৃত্যু আরও এক ডোপ টেস্টে পজিটিভ হলে রাকসু নির্বাচনের প্রার্থিতা বাতিল গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা যশোরে বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনতাইয়ের অভিযোগ হাজারীবাগে বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্ত্রীকে গলা কেটে হত্যা, থানায় স্বামীর আত্মসমর্পণ বরিশালে বাড়িতে হামলা করে যুবককে হত্যা কিছুদিনের মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা লোকসানে বন্ধ হচ্ছে পোলট্রি খাতের হাজার হাজার প্রান্তিক ক্ষুদ্র খামার পোরশায় ধর্ষণ মামলার আসামি আবুল হাসান গ্রেফতার কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর সর্দি-জ্বরে জর্জরিত দেশ
১৭ কারখানা ছুটি ঘোষণা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

  • আপলোড সময় : ০৬-১০-২০২৪ ১১:২৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৪ ১১:২৬:২১ পূর্বাহ্ন
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে কারাখানা কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকদের দাবি না মানা এবং ১৬ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা-নবীনগর অংশের জিরানী এলাকায় আইরিশ ফেব্রিক্স লিমিটিড এবং আইরিশ নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা আবারও অবরোধ করেন। এতে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পথচারীরা। আন্দোলনের মুখে বিশৃঙ্খলা ও কারখানায় ভাঙচুর এড়াতে আশপাশের প্রায় ১৭টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। গতকাল শনিবার সকাল ৮টা থেকে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন শ্রমিকেরা। বিকেলে এ প্রতিবেদন তৈরি পর্যন্ত তাদের এ কর্মসূচি চলছিল। শ্রমিকদের দাবিগুলো হলো, প্রশাসন বিভাগের (জিএম) হালিম হোসেন, উৎপাদন সেকশনের মহাব্যবস্থাপক (জিএম) মাহাবুব আলম, আই ই ম্যানেজার জাকির হোসেন, নিরাপত্তাপ্রহরী গফুরের অপসারণ। এ ছাড়া শ্রমিকদের নির্যাতন করা যাবে না, কোনো প্রকার অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না, জরুরি শিপমেন্টের জন্য গত শুক্রবার কাজ করলে ডাবল ওভারটাইম দিতে হবে, পুরো মাস কাজ করার পর বেতনের আগে জরুরি কাজে কোনো শ্রমিক অনুপস্থিত থাকলে বেতন আটকে রাখা যাবে না, শ্রমিকদের মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি দিতে হবে, ছুটি কাটালে হাজিরা বোনাস কাটা যাবে না, হাজিরা বোনাস সবার সমান করতে হবে, স্থানীয় কোনো স্টাফ কারখানায় রাখা যাবে না, সকল সরকারি ছুটি দিতে হবে, সার্ভিস বেনিফিট চালু করতে হবে, চাকরির বয়স এক বছর হলে একটা বেসিক দিতে হবে, নাইট বিল ১০০ টাকা, টিফিন বিল ৫০ টাকা, হাজিরা বোনাস ৮২৫ টাকা দিতে হবে, শ্রমিক ছাঁটাই করলে করলে ৬ মাস ১৩ দিনের বেতন দিতে হবে, আন্দোলনের পর কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না, আন্দোলনের ইস্যু নিয়ে শ্রমিক ছাঁটাই করলে বড় আকারে আন্দোলনের পদক্ষেপ, বিশেষ কারণে কোনো শ্রমিক এক ঘণ্টা দেরি করে কারখানায় প্রবেশ করলে হাজিরা বোনাস কাটা যাবে না এবং প্রতিদিন ৫ মিনিট দেরি হলে হাজিরা বোনাস কাটা যাবে না, পরিচ্ছন্নতাকর্মীদের (ক্লিনার) ওভারটাইম দিতে হবে। আন্দোলরত শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ দাবি মানার প্রতিশ্রুতি দিয়ে বৃহস্পতিবার কারখানা ছুটি দিয়ে দেয়। গত শুক্রবার সপ্তাহিক বন্ধ থাকার পর গতকাল শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগদান করেন। প্রতিশ্রুতি অনুযায়ী কারখানা কর্তৃপক্ষ দাবি না মানার ঘোষণা দিলে শ্রমিকরা সকাল থেকে আবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা-নবীনগর অংশের জিরানী এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। নারী শ্রমিকেরা বলেন, আমাদের কোনো দাবিদাওয়া না মানায় আমরা সড়ক অবরোধ করেছি। উৎপাদন সেকশনের মহাব্যবস্থাপক (জিএম) মাহাবুব আলম শিপমেন্টর দোহাই দিয়ে সারা রাত আমাদের কাজ করিয়ে ১০ টাকার টিফিন দেয়। দশ বছর যাবৎ চাকরি করছি আমাদের সার্ভিস বেনিফিট দেয় না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো এবং বড় আন্দোলনের ডাক দেবো। গাজীপুর শিল্পপুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, গতকাল শনিবার সকাল থেকেই আইরিশ ফেব্রিক্স লিমিটিড এবং আইরিশ নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা ১৬ দফা দাবিতে চন্দ্রা-নবীনগর অংশের জিরানী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। কর্তৃপক্ষ কিছু দাবি মেনেও নিয়েছে। আন্দোলনের মুখে বিশৃঙ্খলা ও কারখানায় ভাঙচুর এড়াতে আশপাশের প্রায় ১৭টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসব বিষয়ে কারাখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য