
পাইকগাছায় ছাত্রী ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণ মামলায় ধর্ষক মাহাবুবুর রহমান মোড়ল (২১)কে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্রীর নানি গত মঙ্গলবার থানায় এই মামলা করেন। গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান। তিনি বলেন, গত বুধবার সকালে ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাদী ছাত্রীর নানি বলেন, নাতনি আমার বাড়িতে থেকে লেখাপড়া করে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করছে। ঘটনার দিন বিকেলে নাতনিকে বাড়িতে রেখে আমি পানি আনতে যাই। এ সময় মাহাবুবুর রহমান আমার নাতনিকে একা পেয়ে ধর্ষণ করেন। বাড়িতে এলে নাতনি আমাকে সব খুলে বলে। ছাত্রীর নানি আরও বলেন, আমি পরিবারের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার সন্ধ্যায় পাইকগাছা থানায় মামলা করি। ওই রাতেই পুলিশ মাহবুরকে গ্রেফতার করে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ