
শহীদ মিনারে ৮ দফা আদায়ে গণসমাবেশ সংখ্যালঘু জোটের
- আপলোড সময় : ০৫-১০-২০২৪ ১২:৪৫:৪৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-১০-২০২৪ ০৪:৩৫:৪১ অপরাহ্ন


দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর চলমান নির্যাতন, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও ধর্ম অবমাননার ঘটনার প্রতিবাদে এবং পূর্বঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য গণসমাবেশ করছে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট। গতকাল শুক্রবার বিকেল ৩টা ৪০ মিনিট থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে দেড় হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছেন।
সমাবেশের লক্ষ্য হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করা এবং তাদের বিরুদ্ধে চলমান অন্যায়-অবিচার বন্ধ করা। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি নির্মল বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট ও প্রতিনিধি হিন্দু জাগরণ মঞ্চের প্রধান সমন্বয়ক প্রদীপ কান্তি দে। এছাড়া উপস্থিত ছিলেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের সমন্বয়ক বনমালী বর্মণ, হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক রনি রাজবংশী, অ্যাডভোকেট সুমন কুমার রায়, নির্মল বিশ্বাস ও অন্তু রায়সহ অন্যান্য নেতারা। গণসমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করা ৮ দফা দাবিগুলো হলো : নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন : সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুত শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সংখ্যালঘু সুরক্ষা আইন : অনতিবিলম্বে একটি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় : সংখ্যালঘু বিষয়ক একটি মন্ত্রণালয় গঠন করতে হবে। ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উন্নয়ন : হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে এবং বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। সম্পত্তি পুনরুদ্ধার আইন : দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। উপাসনালয় নির্মাণ : সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও অন্যান্য উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে।
শিক্ষা বোর্ড আধুনিকায়ন : সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডকে আধুনিকায়ন করতে হবে। ছুটির ব্যবস্থা : শারদীয় দুর্গাপূজায় ৫ দিন ছুটি ও অন্যান্য ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি প্রদান করতে হবে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ