ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন ঢাকা মেডিকেলের আউটডোরে চিকিৎসা বন্ধ পোশাক রফতানিতে প্রবৃদ্ধির রেকর্ড ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ডাক্তার দেখাতে না পেরে রোগীদের বিক্ষোভ স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিমুখী চিকিৎসকদের পদযাত্রায় বাধা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিলো পুলিশ

কালীগঞ্জে তীব্র খরায় ঝরছে আমের গুটি ॥ শঙ্কায় চাষিরা

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ০৪:৪৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ০৫:২৬:২৪ অপরাহ্ন
কালীগঞ্জে তীব্র খরায় ঝরছে আমের গুটি ॥ শঙ্কায় চাষিরা কালীগঞ্জে তীব্র খরায় ঝরছে আমের গুটি ॥ শঙ্কায় চাষিরা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জে চলমান তীব্র তাপপ্রবাহ প্রচণ্ড খরার কারণে গাছ থেকে আম ঝরে পড়ছেযে কারণে এলাকার আম চাষিদের লোকসানের বোঝা বহন করতে হবে এমন টা আশঙ্কা করছেনপ্রতিটি বাগানের মালিকরা নিয়মিত আম গাছে পানি দিয়ে ঝরে পড়া ঠেকাতে পারছে নাএমনিতেই এ বছর প্রতিটি গাছে আমের গুটি খুবই কম ধোরেছেখেত মালিকদের অবস্থায় ফলন বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছেতাবদাহ যতোই বাড়ছে আম চাষিদের কপালে চিন্তার ভাজ ততই স্থায়ী হচ্ছেএকমাত্র বৃষ্টি ছাড়া আমের গুটি ঝরা বন্ধের সম্ভাবনা নেই বলছেন সংশ্লিষ্টরাঅনেকে প্রতিনিয়ত গাছের উপরে ও গোয়ায় পানি দিচ্ছে তাতে কোনো লাভ হচ্ছে না
মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলছেন, এ বছর আমের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রচণ্ড রোদের কারণেপ্রচণ্ড গরম ও রোদের কারণে আমের মুকুল ও আমের গুটির অবস্থায় ক্ষতি হয়েছে এই তাপদাহের কারণে কালীগঞ্জ উপজেলায় আমের লক্ষ্যমাত্রা অর্জিত হবে নাতীব্র ্র তাপ প্রবাহের কারণে বোঁটার আঠা শুকিয়ে ঝরছে আমের গুটিগুটি ঝরা রোধে সেচের পরামর্শ দেয়া হচ্ছেএকই সঙ্গে সকাল ও সন্ধ্যায় পানি স্প্রে করার পরামর্শ দেয়া হচ্ছেকিন্তু তাপের কারণে কোনো লাভ হচ্ছে নাকালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের আম বাগান মালিকদের খেতে গিয়ে দেখা যাচ্ছে আমের গুটি ঝরে গাছের নিচেই পড়ে আছেতবে কিছু কিছু গাছে গুটি শুকিয়ে পাশের আমের সঙ্গে ঝুলে থাকতে দেখা গেছেএ ছাড়া বেশির ভাগ গাছের আমের গুটি মাটিতে ঝরে পড়ছেচাষিদের দাবি ৩০ থেকে ৪০ শতাংশ আমের গুটি ঝরেছেএ বছর অধিকাংশ গাছে আম ধরেনি, বাগানে ফাঁকা দাঁড়িয়ে রয়েছে গাছগুলোবাড়ান মালিকরা বলছে প্রায় ৭ মাস বাগানে গাছে কমিক্যাল, ভিটামিন দিয়ে আসছিল ভালো ফল পাবেকিন্তু হাজার হাজার টাকা ব্যয় করে বাগান মালিকদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নিপ্রতিটি আম বাগান মালিকদের লোকসান খেতে হবে এমনটা আশা করছেনবাগান মালিকরা বলছেন বৃষ্টি না থাকায় আমের কিছু রোগ দেখা দিচ্ছেএর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করছে আম গাছের এক ধরনের সাদা পোকাএই পোকাগুলো থাকলে আমের ক্ষতি হচ্ছেতবে তাপ প্রবাহের কারণে গাছের গোড়ায় পানি দিতে হবেপানি দেবার পর ও গাছের গটি শুকিয়ে যাচ্ছেঅনেকে বলছেন এখন কীনাশক স্প্রে করলে আমের গুটি ক্ষতি হতে পারেগুটি ঝরা রোধে বৃষ্টি না হওয়া পর্যন্ত বিকল্প নেইসেচ দিলে আমের গুটি ঝরা অনেকটাই কমে যাবেবারোবাজার এলাকার আম বাগান মালিক জাহাঙ্গির হোসেন বলেন, তার রয়েছে ৮ বিঘা আম বাগান এ বছর গাছে আম আসলে ও তা ঝরে পড়ে গেছেযে কারণে এবার আমার মাথায় হাতজানি না সবশেষে কী হবেতবে এ বছর আমের পরিস্থিতি ভালো নাবৈশাখের অর্ধেক চলে গেলকিন্তু এখনও বৃষ্টির দেখা নেইকৃষি কর্মকর্তারা বলছেন, এ বছর আমের লক্ষ্যমাত্রা অর্জিত হবে নাকারণ গাছে আম নেই বললেই চলেএখন তাপদাহে আমের গুটি ঝরছেবৃষ্টিপাত না হলে আমের গুটি ঝরা কমবে না
ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার আম উৎপাদনে শীর্ষে থাকা এবং আমের অধ্যাসিত খ্যাত বলে পরিচিত রয়েছেতাপদাহ ও খরার কারণে পানি শূন্যতায় ব্যাপক হারে মাটিতে ঝরে পড়ছে কৃষকের স্বপ্নের আমের গুটিতীব্র খরা আর টানা বৃষ্টিহীনতায় শুকিয়ে গেছে পুকুর খাল ও ডোবাগুলোসারাদেশের ন্যায় এই উপজেলায় স্থবির হয়ে পড়েছে জনজীবনতাপদাহে সাধারণ খেটে খাওয়া নিম্নআয়ের মানুষদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় চাহিদা মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছেএলাকার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে পুরনো পুকুর খাল ও ডোবাগুলো দীর্ঘদিন খনন ও সংস্কারের অভাবে পানির ধারণ ক্ষমতা কম হওয়ায় প্রচণ্ড রোদ ও গরমের কারণে আগে থেকেই সেচের কারণে পানি শূন্য হয়ে পড়েছেসেই সঙ্গে বেশ কিছুদিন ধরে বৃষ্টি না হওয়ায় অধিকাংশ বাগানে গাছের গোড়ায় পানি সেচ ব্যবস্থা না থাকায় ঝরে পড়েছে গাছের আমসূর্যের তাপের আধিক্য বেশি হওয়ায় আম ঝরে পড়া রোধ করতে না পারায় হতাশা ও শঙ্কায় দিন পার করছেন আম বাগান মালিকরাবিভিন্ন জায়গায় পানির সুব্যবস্থা না থাকায় আমের ফলনের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই বৃষ্টি হলে অনেকাংশে ক্ষতি কম হবেগত বছরের থেকে এবার আমের মুকুল অনেক কমতারপরও মোটামুটি আমের গুটি ভালো এসেছে কিন্তু প্রচণ্ড খরার কারণে আমের গুটিগুলো এখন ঝরে পড়ে যাচ্ছেএ অবস্থা চলতে থাকলে বাগানে এবার অনেক টাকা লোকসানের আশঙ্কা প্রকাশ করেছেনবাগান মালিকরা বলছেন মুকুল আসার পূর্বে বাগান পরিচর্যা করাই মোটামুটি ভালো মুকুল এসেছিলপরবর্তী সময়ে আমের গুটিও ভালোই ছিল, কিন্তু বর্তমানে খরায় গুটি ঝরে পড়ছেএলাকার অনেক আম বাগানীরা জানান, প্রচণ্ড রোদের কারণে গাছের গোড়ায় পানি ও ওষুধ স্প্রে করে গাছের আম রক্ষার চেষ্টা করেও গাছে আম আটকাতে পারছেন নাতাছাড়া সেচের জন্য প্রয়োজনীয় পানির ব্যবস্থা না থাকায় বাগানে সেচ দেয়া যাচ্ছে নাকৃষি কর্মকর্তারা বলছেন তীব্র তাপদাহের কবল থেকে রক্ষা পেতে আম চাষিদের আম গাছের গোড়ায় বেশি করে পানি দিতে নিয়মিত পরামর্শ দিচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী রোদের তীব্রতা বাড়ার আগেই ছত্রাকনাশক স্প্রে করতে বলা হচ্ছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য