ঢাকা , বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফের আইটেম গানে নাচবেন তামান্না সম্মানসূচক পাম ডি’অর পাচ্ছেন রবার্ট ডি নিরো মালাইকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সিআইডিতে আসছে নতুন এসিপি বাংলাদেশে আসছেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ হলে বাড়লো জংলির শো ছেলেকে নিয়ে ছুটি কাটাতে সিঙ্গাপুরে অপু নতুন ছবি নিয়ে পর্দায় আসছেন মোশাররফ করিম সকল শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ মাউশির ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢ়ুকে নারীকে কুপিয়ে হত্যা মোদির মতো নেতাকে ছুড়ে ফেলার বিকল্প নেই -সারজিস আট মাসের শিশুকে অপহরণের পর বিক্রি, ৮ দিন পর যশোর থেকে উদ্ধার ঈদযাত্রার ১১ দিনে সড়কে ঝরল ২৪৯ প্রাণ নওগাঁ বাড়ির ভেতরে মিললো ভাইবোনের মরদেহ পহেলা বৈশাখে পান্তা-ইলিশ নয় জাটকা সংরক্ষণের আহ্বান মৎস্য উপদেষ্টার ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলায় আরসা প্রধানসহ ১০ জন কারাগারে মার্চে ৪৪২ নারী নির্যাতনের শিকার, ধর্ষণ ১৬৩ -মহিলা পরিষদ ১০ এপ্রিলের মধ্যে যোগদানের নির্দেশ প্রধান শিক্ষকদের বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে স্টার্টআপ খাতে ৯০০ কোটি টাকার তহবিল সবার অংশগ্রহণে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা -আলী রীয়াজ
ইসরায়েল-হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা হ ইসরায়েলি হামলায় ১৫ হিজবুল্লাহর ও হিজবুল্লাহ সংঘর্ষে ৮ ইসরায়েলি সেনার মৃত্যু হ গাজায় নিহত ৬৫ ফিলিস্তিনি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের অশনি সংকেত

  • আপলোড সময় : ০৪-১০-২০২৪ ০৬:৩১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৪ ০৬:৩১:৫৫ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যে যুদ্ধের অশনি সংকেত
মধ্যপ্রাচ্যে উত্তেজনা
গাজার প্রধানমন্ত্রী হত্যার দাবি
ইসরায়েল গাজার প্রধানমন্ত্রী রাহী মুস্তাহাসহ তিন কর্মকর্তাকে হত্যা করার দাবি করেছে
নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা
পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে।
গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে যুদ্ধের প্রান্তে রয়েছে অঞ্চলটি
হিজবুল্লাহর ক্ষতি
লেবাননে ইসরায়েলি হামলায় ১৫ হিজবুল্লাহ যোদ্ধা নিহত, সংঘর্ষে ৮ ইসরায়েলি সেনাও মারা গেছেন
ফিলিস্তিনে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি
গাজায় ইসরায়েলি হামলায় ৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে।
ইরানের হামলার হুমকি
ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছে, তবে বাইডেন সামরিক পদক্ষেপের বিপক্ষে।
 
 
দিন দিন উত্তেজনার পারদ বৃদ্ধি পাচ্ছে মধ্যপ্রাচ্যে। সমগ্র এলাকা যুদ্ধের বিভীষিকায় উপনীত হয়েছে। একদিকে ইসরায়েলি আগ্রাসনে যখন দিশেহারা গাজা, তখন লেবাননে ইরানের ক্ষেপনাস্ত্র হামলা যোগ করেছে নতুন মাত্রা। এর মধ্যে ইরানে যেকোন সময় হামলা করার হুমকি দিয়েছে ইসরায়েল।
এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রধানমন্ত্রী রাহী মুস্তাহা এবং আরও দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে দখলদার দেশটি। সেই সাথে ইরানের হামলার পর লেবাননে নতুন করে হামলা চালিয়ে হিজবুল্লাহর আরো ১৫ সদস্যকে হত্যা করা হয়েছে। প্রায় একই সময়ে অভিযান পরিচালিত হয়েছে গাজাতেও। সেখানে নিহত হয়েছে ৬৫ ফিলিস্তিনি। তবে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল হামলা চালাতে গিয়ে লেবাননে একদিনে ৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে সাধারণ সৈন্য থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন। এদিকে, ইরানে ইসরায়েলের হামলায় সবুজ সংকেত দিলেও পারমাণবিক স্থাপনায় হামলার পক্ষে নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, তিন মাস আগে গাজার প্রধানমন্ত্রী রাহী মুস্তাহ এবং হামাস কর্মকর্তা সামেহ আল-সিরাজ এবং সামি ওদেহকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। এখন তারা নিশ্চিত হয়েছে যে, তাদের হামলায় এই তিনজন নিহত হয়েছেন।
দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, যখন হামলা চালানো হয়, তখন এ তিনজন গাজার উত্তরাঞ্চলের একটি সুড়ঙ্গে অবস্থান করছিলেন। ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, যে সুড়ঙ্গে গাজার প্রধানমন্ত্রী ছিলেন সেটিতে অনেক সুযোগ-সুবিধা ছিল এবং দীর্ঘদিন অবস্থান করার মতো রসদও ছিল। হামাসের যোদ্ধাদের যেন মনোবল না ভাঙে, সেজন্য এতদিন হামাস এই তথ্য গোপন রেখেছিল বলেও দাবি করেছে দখলদার ইসরায়েল।
এদিকে গত রাতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী, যেখানে অন্তত ১৫ জন হিজবুল্লাহ যোদ্ধার মৃত্যু হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এই হামলার উদ্দেশ্য ছিল হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার ধ্বংস করা এবং তাদের সামরিক সক্ষমতাকে দুর্বল করা। তিনি বলেন, আমরা তাদের অর্ধেকেরও বেশি অস্ত্রভাণ্ডার ধ্বংস করতে সক্ষম হয়েছি। আমাদের লক্ষ্য ছিল তাদের সামরিক শক্তি কমিয়ে আনা, এবং আমরা এই উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়ন করছি।
হিজবুল্লাহর পক্ষ থেকে অবশ্য ইসরায়েলের দাবিকে প্রত্যাখ্যান করা হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, আমাদের প্রতিরোধ শক্তি অটুট আছে। ইসরায়েলের হামলা প্রতিহত করা হয়েছে, এবং আমাদের যোদ্ধারা সম্মুখ যুদ্ধে দক্ষতার প্রমাণ দিয়েছেন।
এদিকে, এই সংঘর্ষে ইসরায়েলের ৮ জন সেনা নিহত এবং আরও ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে তাদের সংঘর্ষ অব্যাহত থাকবে যতক্ষণ না হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুরোপুরি নষ্ট করা যায়।
ইসরায়েলি এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আমাদের মূল লক্ষ্য হিজবুল্লাহর আঞ্চলিক প্রভাব কমিয়ে আনা, এবং এটি অর্জনে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। তবে এই ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের আক্রমণ প্রতিহত করার সময় তাদের কয়েকজন যোদ্ধা বীরত্বের সঙ্গে লড়াই করেছেন এবং তাদের সংগঠনের সামরিক সক্ষমতায় তেমন কোনো প্রভাব পড়েনি।
সংগঠনটির মুখপাত্র বলেছেন, ইসরায়েল তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। আমাদের প্রতিরোধ এবং আত্মরক্ষার সক্ষমতা অপরিবর্তিত আছে।
এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, ইরানের পক্ষ থেকে ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবিতে দেখা গেছে, একটি এয়ারক্র্যাফট হ্যাঙ্গারের ছাদে বড় আকারের গর্ত তৈরি হয়েছে।
তবে ইসরায়েলের সামরিক বাহিনীর এক কর্মকর্তা দাবি করেন যে, ক্ষেপণাস্ত্র হামলায় কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি এবং ঘাঁটিটির সামরিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।
ইরানের সরাসরি প্রতিক্রিয়া এখনও আসেনি, তবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ইরান তাদের সামরিক কার্যক্রম আরও বাড়ানোর পরিকল্পনা করছে।
ইসরায়েলি সূত্রগুলো আরও জানায়, ইরান এই হামলার পর নতুন করে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করতে পারে।
এরই মধ্যে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলার খবর পাওয়া গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বৈরুতের বাশুরা এলাকায় চালানো এই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় হিজবুল্লাহর ইসলামিক স্বাস্থ্য সংস্থার একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের একজন সরকারি মুখপাত্র এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ইসরায়েলের এই হামলা কোনোভাবেই ন্যায়সংগত নয়। এটি মানবাধিকারের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী অন্যায়।
ফিলিস্তিনেও ইসরায়েলের সামরিক কার্যক্রম জোরদার হচ্ছে। গাজার খান ইউনিস ও গাজা সিটিতে ইসরায়েলি স্থল বাহিনীর অভিযানে ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের মধ্যে ৪০ জন খান ইউনিসে এবং ২২ জন গাজা সিটিতে নিহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত একটি স্কুলে চালানো হামলায় আরও তিনজন নিহত হন।
ইসরায়েলের দাবি, তারা হামাসের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের এই অভিযানের প্রতি সমর্থন জানালেও, ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ গ্রহণের বিপক্ষে মত দিয়েছেন। বাইডেন বলেন, ইরানের বিরুদ্ধে আগে কূটনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত। আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করাই সঠিক পদক্ষেপ হবে।
তিনি আরও যোগ করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো উচিত নয়, কারণ এটি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান ইসরায়েলের আক্রমণের প্রতিক্রিয়ায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল এবং তাদের সমর্থকদের এর মূল্য দিতে হবে। ইরান সবসময়ই তাদের প্রতিরক্ষার জন্য প্রস্তুত, এবং ইসরায়েলের অন্যায় আক্রমণের জবাব দেওয়া হবে।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের প্রধান দেশগুলো ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, আমরা ইরানের সামরিক ও অর্থনৈতিক কার্যক্রম সীমিত করতে আরও কঠোর ব্যবস্থা নিচ্ছি। আমাদের মিত্রদের সঙ্গে মিলে আমরা এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে যাচ্ছি।
গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। দীর্ঘ এক বছর ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এর মধ্যে হামাসের যোদ্ধা, কর্মকর্তা ছাড়াও হাজার হাজার বেসামরিক মানুষ রয়েছেন।
যুদ্ধের শুরুতে ইসরায়েল জানিয়েছিল, গাজা থেকে হামাসকে তারা পুরোপুরি নির্মূল করে দেবে। তবে এখন পর্যন্ত দখলদার ইসরায়েল তাদের এই লক্ষ্য অর্জন করতে পারেনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স