ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

বাসচাপায় যুবক নিহত, তিন বাসে আগুন বিক্ষুব্ধ জনতা

  • আপলোড সময় : ০৪-১০-২০২৪ ১২:০৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৪ ১২:০৯:২৩ পূর্বাহ্ন
বাসচাপায় যুবক নিহত, তিন বাসে আগুন বিক্ষুব্ধ জনতা
গাজীপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা তিনটি বাসে আগুন দিয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর ভোগড়া এলাকায় (কলম্বিয়া পোশাক কারখানার সামনে) এ দুর্ঘটনা ঘটে। বাসন থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির বলাকা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে গেলে কপালের সামনের অংশ ফেটে মগজ বেরিয়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। অজ্ঞাত ওই যুবক পোশাক কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলেন। ঘটনাস্থলে দায়িত্বে থাকা গাজীপুর মেটোপলিটনের ট্রাফিক পুলিশের সদস্য মনির হোসেন বলেন, দুর্ঘটনার পর শতাধিক বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন দিয়েছেন। বাসন থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, শুনেছি কলম্বিয়া পোশাক কারখানার সামনে বাসচাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে আছে। ভোগড়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরিফ হোসেন বলেন, স্থানীয় লোকজন তিনটি বাসে আগুন দিয়েছেন। একটি বাস পুরোপুরি পুড়ে গেছে। অন্য দুটিতে আগুন জ¦লছে। ঘটনাস্থলে উত্তেজিত জনতার ভিড় থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে এখনো পৌঁছাতে পারেনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ