ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট
চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের

ধারাবাহিক ধস শেয়ারবাজারে বিএসইসি কর্মকর্তারা অবরুদ্ধ

  • আপলোড সময় : ০৪-১০-২০২৪ ১২:০৫:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৪ ১২:০৫:২৯ পূর্বাহ্ন
ধারাবাহিক ধস শেয়ারবাজারে বিএসইসি কর্মকর্তারা অবরুদ্ধ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে নিয়ন্ত্রক সংস্থাটির কার্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন বিনিয়োগকারীরা। শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনের প্রতিবাদে চেয়ারম্যানের পদত্যাগের এই দাবি তুলেছেন বিনিয়োগকারীরা।
গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বিএসইসির মূল গেটে তালা ঝুলিয়ে দেন। তার আগে বিএসইসির কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিনিয়োগকারীরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। গত বুধবারও পুঁজি হারানো বিনিয়োগকারীরা বিক্ষোভ করেন।
শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যনারে বিনিয়োগকারীদের একটি অংশ মানববন্ধন করেন। এরপর তারা আগারগাঁওয়ে বিএসইসি ভবনের সামনে আসেন।
বিনিয়োগকারীদের দাবি, বিএসইসি চেয়ারম্যান না বুঝে সিদ্ধান্তগুলো নিচ্ছেন। যার কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার পদত্যাগ খুবই জরুরি। যার কোনো বিকল্প নেই।
মানববন্ধন ও বিক্ষোভের মধ্যে এক পর্যায়ে বিনিয়োগকারীরা বিএসইসি ভবনের ভেতরে প্রবেশ করতে চান। তবে বিনিয়োগকারীরা আসবে এমন খবর পেয়ে আগেই পুলিশের সহায়তা নেয় বিএসইসি। ফলে বিএসইসি ভবনে ঢুকতে না পেরে বিনিয়োগকারীরা বিএসইসি ভবনের সামনের রাস্তা অবরোধ করে। এতে করে রাস্তায় যানজট তৈরি হয়।
এদিকে শেখ হাসিনার সরকার পতনের পর শেয়ারবাজারে উল্লম্ফন দেখা দিলেও খন্দকার রাশেদ মাকসুদ বিএসইসির চেয়ারম্যান হওয়ার পর ধারাবাহিক দরপতন চলছে। ফলে প্রতিনিয়ত বিনিয়োগ করা পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। দরপতনের সঙ্গে শেয়ারবাজারে লেনদেন খরা দেখা দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর গত বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সব থেকে কম লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৩১৫ কোটি ৫৫ লাখ টাকা। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর শেয়ারবাজারে আর এতো কম লেনদেন হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ