
গৌরনদীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এর মধ্যে গুরুত্বর আহত উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গূহ পিকলু সহ তিনজনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাটাজোর বন্দরের এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনিরুন নাহার মেরির সমর্থক সৈকত গুহ পিকলু ও মোটর সাইকেল চালক পলাশ হাওলাদার এবং অপর প্রার্থী হারিচুর রহমানের সমর্থক দেলোয়ার হোসেন দিলু গুরুত্বর আহত হন। এ ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
আহত দুই পক্ষের সমর্থকদের স্বজন জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাটাজোর বন্দরে গেলে একে অপরের উপর হামলা করে।
এ বিষয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানিয়েছে আহতদের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত আছে। তাদের অবস্থা আশংকা জনক।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম জানান, দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গূহ পিকলু মা তাপসী রানী গূহ বাদি হয়ে শুক্রবার বিকেলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হারিচুর রহমানের সমর্থক আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন দিলুকে প্রধান আসামি করে ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ