ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ শ্রীপুরে ঘুষ গ্রহণের অভিযোগে থানার এএসআই ক্লোজড সাঘাটার ভূমিদস্যু সুইট ও সহযোগীদের শাস্তির দাবি ফুলবাড়ীতে প্রতিপক্ষের গাড়ি ভাঙচুর ও মারপিট ৩১ শয্যার হাসপাতালে ২২ পদ শূন্য, ব্যাহত স্বাস্থ্যসেবা ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেননি ডিসি আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা বান্দরবানে হত্যা মামলা তুলে নিতে হুমকি আমতলীতে ৫০ শয্যা হাসপাতালে ২২জন স্টাফদের মধ্যে১৬ জনের শুন্যপদ থাকায় চিকিৎসাসেবা ঝুঁকে পরছে হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন-রিজভী
ভ্যাট ফাঁকিতে দারাজ

পণ্য বিক্রি ৯১ কোটি ভ্যাট রিটার্ন ৮৫ কোটি টাকা

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ১১:৪৩:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ১১:৪৩:০৮ পূর্বাহ্ন
পণ্য বিক্রি ৯১ কোটি ভ্যাট রিটার্ন ৮৫ কোটি টাকা
পণ্য বিক্রি হয়েছে প্রায় ৯১ কোটি টাকার, কিন্তু দাখিলপত্রে (ভ্যাট রিটার্ন) দেখানো হয়েছে প্রায় ৮৫ কোটি টাকা। মূলত ভ্যাট ফাঁকি দিতেই দাখিলপত্রে বিক্রি গোপন করা হয়েছে। প্রতিষ্ঠানের সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য উৎসে মূসক হয় প্রায় ৩০ কোটি টাকা কিন্তু প্রতিষ্ঠান পরিশোধ করেছে প্রায় ২৯ কোটি টাকা। এছাড়া স্থান-স্থাপনা ভাড়ার ওপর সঠিকভাবে উৎসে কর পরিশোধ করা হয়নি। অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে এই তিন খাতে ভ্যাট পরিহার বা ফাঁকি উদ্ঘাটন করা হয়েছে। মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই ফাঁকি উদ্ঘাটন করেছে। এরই মধ্যে ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেট থেকে প্রতিষ্ঠানের উদ্দেশে দাবিনামা জারি করা হয়েছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। শেয়ার বিজ।
মূসক গোয়েন্দার ১৪ জুলাই দাখিল করা নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, দারাজ বাংলাদেশ লিমিটেড কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (উত্তর) মূসক নিবন্ধিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত প্রায় এক বছরের নিরীক্ষা করা হয়েছে। নিরীক্ষার সময় দারাজের বার্ষিক প্রতিবেদন (সিএ রিপোর্ট), মাসিক দাখিলপত্র ও ভ্যাট-সংক্রান্ত দলিলাদি পর্যালোচনা করা হয়েছে। মাসিক দাখিলপত্র যাচাইয়ে দেখা গেছে, দারাজ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত পণ্য বিক্রি হয়েছে ৯১ কোটি ১০ লাখ ৬২ হাজার ১০৮ টাকা। কিন্তু মাসিক দাখিলপত্রে দেখানো হয়েছে ৮৫ কোটি ৭০ লাখ ৩৮ হাজার ৬৯৬ টাকা। অর্থাৎ পাঁচ কোটি ৪০ লাখ ২৩ হাজার ৪১২ টাকা কম বিক্রি দেখানো হয়েছে, যাতে প্রযোজ্য ভ্যাট সুদসহ ৪৮ লাখ ছয় হাজার ৮৪ টাকা (সুদ চলতি বছরের মার্চ পর্যন্ত)।
অফিস ভাড়া বা স্থান-স্থাপনা ভাড়া পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিষ্ঠানটির ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত স্থান-স্থাপনা ভাড়া পরিশোধ করা হয়েছে ৩১ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ৬৫ টাকা, যাতে ভ্যাট পরিশোধ করা হয়নি ২১ লাখ ২৩ হাজার ৪৭৫ টাকা, যা সুদসহ দাঁড়ায় ৩৬ লাখ ৫২ হাজার ৩৭৭ টাকা। অপরদিকে লিমিটেড কোম্পানি হিসেবে দারাজ একটি উৎসে কর্তনকারী সত্তা। সে হিসেবে প্রতিষ্ঠানের সেবা গ্রহণ বা কেনাকাটার ওপর উৎসে ভ্যাট কর্তন করে সরকারি কোষাগারে জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। দারাজ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ৩৪টি সেবা গ্রহণে ১১০ কোটি ১২ লাখ ২৯ হাজার ৭৮ টাকা ব্যয় করেছে, যাতে প্রযোজ্য উৎসে ভ্যাট ৯ কোটি ৮০ লাখ ৮৪ হাজার
৫৭ টাকা। আবার ২০২১ সালের এপ্রিল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত ২৯টি সেবা গ্রহণে ১৯৬ কোটি ৪৪ লাখ ১৫ হাজার ৩৯৮ টাকা ব্যয় করেছে, যাতে প্রযোজ্য উৎসে ভ্যাট ২০ কোটি ২৯ লাখ ২৪ হাজার ১৭১ টাকা। অর্থাৎ প্রতিষ্ঠানটি ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত ৩০৬ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৪৭৬ টাকার সেবা গ্রহণ করেছে, যাতে প্রযোজ্য উৎসে ভ্যাট ৩০ কোটি ১০ লাখ আট হাজার ২২৮ টাকা। এর মধ্যে দারাজ ৯৯ লাখ ৮৪ হাজার ২৯৬ টাকা পরিশোধ করেনি, যাতে সুদসহ দাঁড়ায় এক কোটি ৯ লাখ ৮৩ হাজার ৬৮৩ টাকা।
এ বিষয়ে এনবিআরের ভ্যাট বিভাগের এক সদস্য  বলেন, দারাজ বহুজাতিক কোম্পানি। এই প্রতিষ্ঠানের ভ্যাট পরিহার বা ফাঁকি অপ্রত্যাশিত। প্রতিষ্ঠানকে আরও কঠোর নজরদারিতে রাখা উচিত, যাতে ফাঁকি দেয়ার সুযোগ না পায়। এ বিষয়ে দারাজ বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার তাসফিন আলম বলেন, আমি প্রথম শুননাল। বিষয়টি আমি দেখি না। আমাদের কনসার্ন টিমকে দিচ্ছি, তারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন। পরে দারাজ বাংলাদেশের কমিউনিকেশন কর্মকর্তা রাইসুল ইসলাম রাব্বি যোগাযোগ করেন। তিনি দারাজ বাংলাদেশের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা এএইচএম হাসিনুল কুদ্দুস রুশোর সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। রুশো  বলেন, একটি চিঠি পেয়েছি, রিপ্লাই করেছি। ফাইনালি ডিসিশন যদি হয় দিয়ে দিতে হবে, তাহলে দিয়ে দেব। এটা রেগুলার প্রসেস। তথ্য গোপনের কিছু নেই।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স