খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। গতকাল শুক্রবার সকালে মৌলভীবাজার জেলা সফরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। প্রধান বিচারপতির এই সফরের অংশ হিসেবে এদিন মৌলি বাজারে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রে শ্রীমঙ্গলের রাজঘাট চা বাগানে বিলুপ্তপ্রায় খাড়িয়া ভাষায় কথা বলা শেষ দুই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন, আমাদের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু অনেকের মাতৃভাষা ভিন্ন। ইতোমধ্যে সরকারের তরফ থেকে খাড়িয়া ভাষা রক্ষায় কিছু উদ্যোগ নেওয়া হলেও তাতে আরও জোরারোপ করা প্রয়োজন। ভারতের যে সকল অঞ্চলে এ ভাষার প্রচলন আছে, সেখানে যোগাযোগ স্থাপন করে খাড়িয়া বর্ণমালা প্রচলনের মাধ্যমে বাংলাদেশে এ ভাষার শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। জানা গেছে, খাড়িয়া ভাষায় কথা বলা মাত্র দুই জন ব্যক্তি অবশিষ্ট আছেন বাংলাদেশে, তারা সম্পর্কে দুই বোন। তাদের নাম ক্রিস্টিনা কেরকেট্টা ও ভেরোনিকা কেরকেট্টা। ভারতের রাঁচি থেকে তাদের বাবা-মা বাংলাদেশে এসেছিলেন। ভারতের ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় খাড়িয়া ভাষার প্রচলন আছে। এর আগেও গত ৩০ এপ্রিল সিলেটের দক্ষিণ সুরমায় কুশিয়ারা আন্তর্জাতিক কনভেনশন হলে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় দেওয়া বক্তৃতায়ও খাড়িয়া ভাষা ও নাগরী লিপি সংরক্ষণের আহ্বান জানিয়েছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
- আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ০১:১১:০৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ০১:১১:০৮ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ