ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

শেখ হাসিনাসহ ১৬০ জনের নামে আরও এক মামলা

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ১০:৩৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ১০:৩৯:০০ পূর্বাহ্ন
শেখ হাসিনাসহ ১৬০ জনের নামে আরও এক মামলা
কটিয়াদী থেকে মফিজউদ্দিন নয়ন
কিশোরগঞ্জের বাজিতপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশীদ, কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনসহ ১৬০ জনের নামে মামলা হয়েছে। গত মঙ্গলবার বাজিতপুর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লোকমান মিয়া (২৫) বাদী হয়ে কিশোরগঞ্জ চীফ জুডিশিয়াল আদালত-৫-এ মামলাটি করেন।
মামলার বিবরণে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১ নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে বাংলাদেশের ছাত্রসমাজকে রাজাকার বলে উস্কানিমূলক বক্তব্য দেন। ২ নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগ, যুবলীগ দিয়ে সারা দেশের ছাত্রসমাজকে পিটিয়ে সোজা করবেন মর্মে উস্কানিমূলক বক্তব্য দেন। ১ ও ২ নম্বর আসামির এ বক্তব্যের পর সারা দেশে নৈরাজ্য সৃষ্টি হয় এবং এরই ধারাবাহিকতায় বাজিতপুর উপজেলায়ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলতে থাকে। এ ছাত্র আন্দোলন দমন করতে ১ থেকে ৫ নম্বর আসামির নির্দেশনায় সারা বাংলাদেশে ছাত্র-জনতার ওপর অবাধে গুলি চলে। এরই প্রেক্ষাপটে (৪ আগস্ট) ১ থেকে ৫ নম্বর আসামির সঙ্গে ৬ নম্বর আসামি কিশোরগঞ্জ-৫ আসেনর সাবেক এমপি আফজাল হোসেনের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার ওপর ৭ থেকে ১৭, ১৯, ২০, ২১, ২৮, ৩০, ৪২ নম্বর আসামিরা অস্ত্র হাতে বাজিতপুর বাজার থেকে গুলি করতে করতে বাজিতপুর আদালতসংলগ্ন বটতলা মোড়ের দিকে যান। সেখানে ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ নম্বর আসামি ব্যাপকভাবে গুলিবর্ষণ করেন এবং তাদের গুলিতে সাক্ষীরা গুলিবিদ্ধ হন। এর মধ্যে আলী আকবরের গুলিতে ২ নম্বর সাক্ষী রিফাক গুরুতর আহত হয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অন্য সাক্ষীরাও প্রাথমিক চিকিৎসা নেন। এ ছাড়া বাজিতপুর উপজেলার আরও ৫০-৬০ জন ছাত্র-জনতা গুরুতর আহত হন। অন্য আসামিরা হাতে থাকা রামদা, ছুরি, লাঠি, বল্লম, ইট ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতা ও বিএনপি সমর্থিত মিছিলে মারপিটসহ বিভিন্নভাবে লুটপাট করেন। আসামিরা ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।
কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, এ মামলাটি আদালত গ্রহণ করে বাজিতপুর থানাকে এফআইআরের জন্য নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, জুলাই-আগস্টে স্বৈরাচার সরকার যেভাবে সাধারণ মানুষ ও ছাত্র-জনতাকে শান্তিপূর্ণ আন্দোলনে গুলি করার আদেশ দিয়েছে সেটা ন্যক্কারজনক ঘটনা। আমাদের কত শত-হাজার জনের বেশি মানুষকে জীবন দিতে হয়েছে। প্রতিটি মানুষ হত্যার জন্য এদের বিচার হওয়া জরুরি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ