স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) থেকে দামি চারটি লিফট চুরি হয়ে গেছে। প্রত্যক্ষভাবে এই চুরির কাণ্ডে জড়িত রয়েছেন তিনজন প্রকৌশলী। তবে ওই লিফট চুরির অভিযোগে কোন ডিজি বা মামলা দায়ের করা হয়নি।
সূত্র জানায়, এলজিইডি ভবন থেকে ৪টি লিফট চুরি করে বাইরে নিয়ে গিয়ে ৩৮ লাখ টাকায় বিক্রি করে চোর চক্রের সদস্যরা। তারমধ্যে ৩০ লাখ টাকা একজন নির্বাহী প্রকৌশলী একাই আত্মসাৎ করায় এবং টাকার ভাগ বাটোয়ারা নিয়ে এসব চোরদের মধ্যে অসন্তোষ শুরু হলে বিষয়টি জানাজানি হয়।
এলজিইডির মূল ভবনের বেজমেন্টে গত ২০ ও ২১ সেপ্টেম্বর মোট আটটি ট্রাকে করে লিফটগুলো চুরি করা হয়। ১৮/২০ জন ক্যাপাসিটির জার্মান ব্রান্ড কোম্পানি শিন্ডলারের তৈরি লিফটগুলো চুরি করে ৪টি লিফট মোট ৩৮ লাখ টাকায় বিক্রি করা হয়। ২০ সেপ্টেম্বর’২৪ ইং তারিখ পরিবহন শুরু হয় এবং ২১ সেপ্টেম্বর’২৪ ইং তারিখ ২ টার দিকে শেষ ট্রাকটি লিফট বহন করে। এছাড়া মেরামতের নামে প্রতিদিন কম্পিউটার, এসিসহ বিভিন্ন যন্ত্রপাতি গেটের বাইরে নিলেও আর ফিরে আসে না। প্রতি বছর শতকোটি টাকার সামগ্রী এভাবে এই চক্র পাচার করছে বলে এলজিইডি ভবনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা অভিযোগ করেছেন। এই সব বিষয়ে প্রধান প্রকৌশলী আলী আকতার হোসেনের সাথে যোগযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

এলজিইডি ভবনের চারটি লিফট চুরি করে বিক্রি
- আপলোড সময় : ০১-১০-২০২৪ ০৩:৫১:৪৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-১০-২০২৪ ০৩:৫১:৪৫ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ