চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙ্গর করা এমটি বাংলার জ্যোতিতে অগ্নিকাণ্ডের পর তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান, গতকাল সোমবার দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর জাহাজ থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়।
পরে আরো একজনের লাশ উদ্ধারের কথা জানিয়ে জাহাজটির মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক (প্রযুক্তি) প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ বলেন, “আগুনে তিনজন মারা গেছেন। এরা সবাই বিএসসির লোক।”
মৃতরা হলেন, বাংলার জ্যোতির ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা, চার্জম্যান নুরুল ইসলাম ও বিএসসি মেরিন ওয়ার্কশপের কর্মচারী মো. হারুণ। গতকাল সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙ্গর করা ক্রুড অয়েলবাহী জাহাজ ‘বাংলার জ্যোতি’তে আগুন লাগে।
নৌবাহিনী, কোস্ট গার্ড, বন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা জাহাজের আগুন নেভাতে কাজ করেন।
তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
আগুনের কারণ এখনো জানা যায়নি
এমটি বাংলার জ্যোতিতে আগুন তিন লাশ উদ্ধার
- আপলোড সময় : ০১-১০-২০২৪ ১২:৪৭:২২ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-১০-২০২৪ ১২:৪৭:২২ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ