ঢাকা , মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে দিশাহারা হাজারো পরিবার শুল্ক চাপে ব্যবসা-বাণিজ্য হঠাৎ অস্থির শিক্ষাঙ্গন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারেক রহমান ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ-মির্জা ফখরুল পুরুষশূন্য জোবরা গ্রাম, চবি ক্যাম্পাসে উৎকণ্ঠা অর্ধশত শিক্ষার্থীর মাথায় অস্ত্রের কোপ অনেকের থেঁতলে গেছে হাত-পা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই -আসিফ নজরুল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা নীতিমালা সংশোধন ভোট কক্ষের সংখ্যা কমছে নির্বাচনে তিন বাহিনীকে কাজে লাগানো হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কৌশল নতুন চ্যালেঞ্জে নির্বাচন কমিশন ২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’
১২ ছক্কা, ১৮ উইকেট, ৪৩৭ রানের দিনেও ২৬ রানে পিছিয়ে বাংলাদেশ

চতুর্থ দিনে দারুণ রোমাঞ্চে টাইগাররা

  • আপলোড সময় : ০১-১০-২০২৪ ১২:০২:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৪ ১২:০২:০৩ পূর্বাহ্ন
চতুর্থ দিনে দারুণ রোমাঞ্চে টাইগাররা

প্রথম দিনের ৩৫ ওভারের পর দুই দিনের বেশি সময় খেলা হয়নি বৃষ্টির প্রভাবে। না হওয়া আড়াই দিনের খেলা এক দিনেই পুষিয়ে দিল বাংলাদেশ ও ভারত। কানপুর টেস্ট এখন শেষ দিনের রোমাঞ্চে। যথেষ্ট সম্ভাবনা রয়েছে ফল আসারও। গ্রিন পার্কে চতুর্থ দিন ছিল উইকেট বৃষ্টি আর ছক্কা-চারের ফুলঝুরি। তবে ১২ ছক্কা, ১৮ উইকেট, ৪৩৭ রানের দিনেও পিছিয়ে বাংলাদেশ। ৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২৬ রানে দিন শেষ করেছে সফরকারীরা। স্বাগতিকেরা এখনো এগিয়ে ২৬ রানে।
ওপেনার সাদমান ইসলাম ৭ ও প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল হক রানের খাতা খোলার অপেক্ষায় আছেন দ্বিতীয় ইনিংসে। জাকির হাসান ১০ ও হাসান মাহমুদকে এরই মধ্যে ফিরিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আজ শেষ দিন দায়িত্ব নিয়ে ব্যাটিং করলে হয়তো অন্তত হারবে না বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো ধসে পড়লে ধবলধোলাই এড়ানো কঠিনই হবে শান্তদের।
তার আগে বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৩৩ রানে গুটিয়ে দিয়ে ভারত খেলল ‘বাজবল’। সতীর্থদের আশা-যাওয়ার মিছিলে মুমিনুল তুলে নিয়েছেন ১৩ তম টেস্ট সেঞ্চুরি (১০৭)। তারপর মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ওভারপ্রতি স্বাগতিকেরা রান তুলেছে ৮.২২ হারে। যশস্বী জয়সওয়াল-রোহিত শর্মারা যেভাবে শুরু করেছিলেন যেন টি-টেন লিগ কিংবা কোনো টি-টোয়েন্টি ম্যাচ চলছে কানপুরে।
৩ ওভারে ফিফটি, ১০. ১ ওভারে দলীয় শতক ভারতের! ব্যাটিংয়ের ধরন দেখে বুঝতে বাকি রইল না, এই ম্যাচের ইতিবাচক ফলই চায় তারা। এ জন্য দ্রুত রান তোলা এবং ৫২ রানের লিড নিয়ে বাংলাদেশকে আবারও দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে পাঠানো। মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ভারত। পয়েন্ট টেবিলের শীর্ষেও আছে তারা।
নিজেদের মাঠে বাংলাদেশকে ধবলধোলাই করতে পারলে, চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথটা আরও মসৃণ হবে ভারতের। জয়সওয়াল, বিরাট কোহলি, লোকেশ রাহুলরা যেভাবে ব্যাটিং করেছেন, বড়সড় লিডের ইঙ্গিত দিয়েছিল তারা। তবে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বাংলাদেশ। শেষ ৪০ রানে ভারতের ৫টি উইকেট ফেরায় সফরকারীরা।
রোহিত ১১ বলে ২৩, জয়সওয়াল ৫১ বলে ৭২, কোহলি ৩৫ বলে ৪৭, লোকেশ ৪৩ বলে ৬৮ রান করেছেন। ২৮৫ রানে ৯ উইকেট পড়ার পর অলআউট হতে চাননি রোহিত, ঘোষণা দিলেন ইনিংস। ৪টি করে উইকেট নিয়েছেন সাকিব ও মিরাজ দুজনেই।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স