ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
১২ ছক্কা, ১৮ উইকেট, ৪৩৭ রানের দিনেও ২৬ রানে পিছিয়ে বাংলাদেশ

চতুর্থ দিনে দারুণ রোমাঞ্চে টাইগাররা

  • আপলোড সময় : ০১-১০-২০২৪ ১২:০২:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৪ ১২:০২:০৩ পূর্বাহ্ন
চতুর্থ দিনে দারুণ রোমাঞ্চে টাইগাররা

প্রথম দিনের ৩৫ ওভারের পর দুই দিনের বেশি সময় খেলা হয়নি বৃষ্টির প্রভাবে। না হওয়া আড়াই দিনের খেলা এক দিনেই পুষিয়ে দিল বাংলাদেশ ও ভারত। কানপুর টেস্ট এখন শেষ দিনের রোমাঞ্চে। যথেষ্ট সম্ভাবনা রয়েছে ফল আসারও। গ্রিন পার্কে চতুর্থ দিন ছিল উইকেট বৃষ্টি আর ছক্কা-চারের ফুলঝুরি। তবে ১২ ছক্কা, ১৮ উইকেট, ৪৩৭ রানের দিনেও পিছিয়ে বাংলাদেশ। ৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২৬ রানে দিন শেষ করেছে সফরকারীরা। স্বাগতিকেরা এখনো এগিয়ে ২৬ রানে।
ওপেনার সাদমান ইসলাম ৭ ও প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল হক রানের খাতা খোলার অপেক্ষায় আছেন দ্বিতীয় ইনিংসে। জাকির হাসান ১০ ও হাসান মাহমুদকে এরই মধ্যে ফিরিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আজ শেষ দিন দায়িত্ব নিয়ে ব্যাটিং করলে হয়তো অন্তত হারবে না বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো ধসে পড়লে ধবলধোলাই এড়ানো কঠিনই হবে শান্তদের।
তার আগে বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৩৩ রানে গুটিয়ে দিয়ে ভারত খেলল ‘বাজবল’। সতীর্থদের আশা-যাওয়ার মিছিলে মুমিনুল তুলে নিয়েছেন ১৩ তম টেস্ট সেঞ্চুরি (১০৭)। তারপর মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ওভারপ্রতি স্বাগতিকেরা রান তুলেছে ৮.২২ হারে। যশস্বী জয়সওয়াল-রোহিত শর্মারা যেভাবে শুরু করেছিলেন যেন টি-টেন লিগ কিংবা কোনো টি-টোয়েন্টি ম্যাচ চলছে কানপুরে।
৩ ওভারে ফিফটি, ১০. ১ ওভারে দলীয় শতক ভারতের! ব্যাটিংয়ের ধরন দেখে বুঝতে বাকি রইল না, এই ম্যাচের ইতিবাচক ফলই চায় তারা। এ জন্য দ্রুত রান তোলা এবং ৫২ রানের লিড নিয়ে বাংলাদেশকে আবারও দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে পাঠানো। মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ভারত। পয়েন্ট টেবিলের শীর্ষেও আছে তারা।
নিজেদের মাঠে বাংলাদেশকে ধবলধোলাই করতে পারলে, চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথটা আরও মসৃণ হবে ভারতের। জয়সওয়াল, বিরাট কোহলি, লোকেশ রাহুলরা যেভাবে ব্যাটিং করেছেন, বড়সড় লিডের ইঙ্গিত দিয়েছিল তারা। তবে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বাংলাদেশ। শেষ ৪০ রানে ভারতের ৫টি উইকেট ফেরায় সফরকারীরা।
রোহিত ১১ বলে ২৩, জয়সওয়াল ৫১ বলে ৭২, কোহলি ৩৫ বলে ৪৭, লোকেশ ৪৩ বলে ৬৮ রান করেছেন। ২৮৫ রানে ৯ উইকেট পড়ার পর অলআউট হতে চাননি রোহিত, ঘোষণা দিলেন ইনিংস। ৪টি করে উইকেট নিয়েছেন সাকিব ও মিরাজ দুজনেই।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স