ঢাকা , বুধবার, ২১ মে ২০২৫ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে শ্রমিকদের ১৮২২.৯৮ কোটি টাকা দাবি করে হাইকোর্টে আবেদন দায়ের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া সাত মাস ধরে বাসায় আটকে ধর্ষণ, গায়ক নোবেল কারাগারে মৃত্যুর গুজবে পরীমনির বিরক্তি প্রকাশ প্রকাশ্যে এলো ‘ওয়ার ২’ সিনেমার টিজার ছেঁড়া জামা বিতর্ক নিয়ে যা বললেন উর্বশী ২৮৭ কোটি ছাড়ালো অজয়ের ‘রেইড টু’ রেড কার্পেট মাতালেন রিহানা ‘আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’ বিশ্বরেকর্ড গড়ে শাকিলের এভারেস্ট জয় নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করেছে ইশরাক সমর্থকরা আদালতে কাঁদলেন নুসরাত ফারিয়া কারাগারে প্রেরণ জাতীয় সনদের দিকে দ্রুত অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে-তারেক রহমান ভারতের বাজার হারানোর শঙ্কায় রফতানিকারকরা জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতে সবকিছুই করা হবে-খাদ্য উপদেষ্টা এনবিআরকে দুইভাগ করা প্রক্রিয়ায় ঠিক হয়নি, ঠিক করা গুরুত্বপূর্ণড. দেবপ্রিয় ভট্টাচার্য স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আ’লীগ নির্বাচন করতে পারবে না : ইসি লুটপাটের অর্থ ব্যবস্থাপনার জন্য বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার মাঝারি আকৃতির অর্থপাচারের ১২৫ কেস চিহ্নিত হয়েছে-প্রেস সচিব

সরকার বছরে ৪ বার বিদ্যুতের দাম বাড়াবে

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ১২:৪২:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ১২:৪২:২৯ পূর্বাহ্ন
সরকার বছরে ৪ বার বিদ্যুতের দাম বাড়াবে সরকার বছরে ৪ বার বিদ্যুতের দাম বাড়াবে
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে বিদ্যুতে ভর্তুকির চাপ কমাতে বছরে চারবার এর দাম বাড়াবে সরকারগত বৃহস্পতিবার সচিবালয়ে আইএমএফের প্রতিনিধিদল বিদ্যুৎ বিভাগের সঙ্গে বৈঠকের সময় সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়তথ্য বৈঠক সূত্রেরবৈঠকে আইএমএফের পরামর্শ অনুযায়ী, আগামী তিন বছর এই প্রক্রিয়ায় বিদ্যুৎ খাতে মোট ভর্তুকি কমিয়ে আনা হবেএই সময়ে মোট ১২ দফায় বিদ্যুতের দাম নিয়ে আসা হবে উৎপাদন খরচের সমান বা কাছাকাছিভর্তুকি কমানো মানে বিদ্যুতের দাম বাড়বেখরচ কমিয়েও সরকার ভর্তুকি সমন্বয় করতে পারে বলে মনে করেন এ খাতের বিশেষজ্ঞরাতারা বলছেন, অনিয়ম, দুর্নীতি, অপচয় রোধ করে বিদ্যুতের উৎপাদন খরচ কমানোর উদ্যোগ নেওয়া যেতএ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী ম. তামিম বলেন, মনে করি না যে আইএমএফের চাওয়া অনুযায়ী পুরোপুরিভাবে ভর্তুকি কমানো সম্ভব হবেভালো দিক যে তেল-গ্যাসে এখন ভর্তুকি নেইতবে আমাদের মতো দেশে বিদ্যুতে ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা ভর্তুকিকে বেশিই বলবতারপরও গ্রাম পর্যায়ে বিদ্যুতে ভর্তুকি দিতেই হবেআইএমএফের প্রতিনিধিদল গত বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গেও আলাদা বৈঠক করেছেবৈঠক সূত্রে জানা গেছে, পেট্রোবাংলা ও বিপিসি প্রায় একইভাবে আইএমএফকে জানিয়েছে, গ্যাস ও জ্বালানি তেলে নতুন করে ভর্তুকির চাপ নেইতেলের দাম নিয়ে স্বয়ংক্রিয় যে পদ্ধতি (আন্তর্জাতিক বাজারে বাড়লে দেশে বাড়বে, কমলে কমবে) চালু করার কথা আইএমএফ বলেছিল, তা হয়েছেপ্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছেএতে জ্বালানি তেলে আর কখনো ভর্তুকি দিতে হবে নাপ্রথম দুই দফায় দাম কিছুটা কমানো হলেও শেষ দফায় দাম বেড়েছেতিন মাস ধরে এ চর্চা করা হচ্ছেআইএমএফ ২০২৩ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি অনুমোদন করেএ জন্য বাংলাদেশকে বেশ কিছু শর্ত পালন করতে হচ্ছেবিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে আনা, জ্বালানি তেলের দাম সমন্বয়ে আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণ করা শর্তের অন্যতমঋণ কর্মসূচি শুরুর পর দুই কিস্তিতে ১০০ কোটি ডলারের বেশি বাংলাদেশ পেয়েছেতৃতীয় কিস্তিতে ৭০ কোটি ডলার পাওয়ার কথা চলতি মে মাসেঋণের এ কিস্তি ছাড়ের আগে আইএমএফের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছেবৈঠক করছে সরকারের আর্থিক খাতের প্রতিনিধিদের সঙ্গেতারই অংশ হিসাবে বিদ্যুৎ বিভাগের সঙ্গে ওই বৈঠক করে তারাবৈঠকে বিদ্যুৎ বিভাগের নেতৃত্ব দেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমানআইএমএফের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির গবেষণা বিভাগের সামষ্টিক অর্থনীতি শাখার প্রধান ক্রিস পাপাজর্জিওবৈঠক সূত্রে জানা গেছে, বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোকে যে ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়, তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে আইএমএফ প্রতিনিধি দলবিদ্যুৎকেন্দ্র উৎপাদন করুক বা না করুক, চুক্তি অনুসারে প্রতিটি কেন্দ্রকে ক্যাপাসিটি চার্জ (বিদ্যুৎকেন্দ্রের ভাড়া) দিতে হয়গত বছর ৪১ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অলস বসে ছিলঅলস বসিয়ে রেখে এসব বিদ্যুৎ কেন্দ্রকে ভাড়া দেওয়া হয়জবাবে বিদ্যুৎ বিভাগ আইএমএফকে জানিয়েছে, চুক্তি থাকায় ক্যাপাসিটি চার্জ দিতেই হবেতবে সরকার ইতিমধ্যে বিদ্যুৎ নেই, বিলও নেইপদ্ধতি চালু করেছেনতুন করে চুক্তি নবায়নের ক্ষেত্রে ক্যাপাসিটি চার্জ বাদ দেওয়ার সুযোগ আছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
‘আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’

‘আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’