বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের জন্য শর্ত সাপেক্ষে সব ধরনের সহায়তা করবে বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। গতকাল রোববার দুটি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, এ অর্থ পাওয়া গেলে ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের কাজে ব্যয় করা হবে। যদিও ঋণ সহায়তার অঙ্ক জানাতে চাননি তিনি। জানা গেছে, ঋণের অঙ্কের বিষয়টি আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বব্যাংকের বৈঠকে চূড়ান্ত হবে। অবশ্য এর আগে চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
শর্ত সাপেক্ষে ঋণ দিতে রাজি বিশ্বব্যাংক : অর্থ উপদেষ্টা
- আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ১২:১৯:৩৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ১২:১৯:৩৬ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ