সমবায় দাঁড়াতে পারছে না কারণ, সমবায়ীদের মধ্যে সমবায়ের মন-মানসিকতার অভাব। সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চান, কী উন্নয়ন হলো, সেটির দিকে তাঁদের লক্ষ্য নেই
কুমিল্লা প্রতিনিধি
সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। গতকাল রোববার কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান।
হাসান আরিফ বলেন, সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে। অন্যদিকে সমবায়ীরা খালি কমিটি কারা করবে, এ নিয়ে মারামারি, মামলা করে।
গতকাল রোববার দুপুরে বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটরিয়ামে দুই দিনব্যাপী একাডেমির ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক, বাংলাদেশের চেয়ারপারসন ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। বার্ডের বর্তমান কার্যক্রম তুলে ধরে নীতি নির্ধারণী পত্র উপস্থাপনা করেন বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ।
বার্ডের সভায় উপদেষ্টা হাসান আরিফ আরও বলেন, সমবায় দাঁড়াতে পারছে না কারণ, সমবায়ীদের মধ্যে সমবায়ের মন-মানসিকতার অভাব। সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চান, কী উন্নয়ন হলো, সেটির দিকে তাঁদের লক্ষ্য নেই।
উপদেষ্টা হাসান আরিফ বলেন, বাংলাদেশের পল্লী উন্নয়নে বার্ড অগ্রণী ভূমিকা পালন করেছে। বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সমগ্র বাংলাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। বর্তমান এলজিইডি, উপজেলা কমপ্লেক্স, বিআরডিবি বার্ডের সফল কর্মসূচির ফসল।
বার্ডের ৫৭তম পরিকল্পনা সম্মেলনে বক্তব্য দেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ-আল-মামুন, উপপরিচালক রাখি নন্দী, মো. রয়েল খানসহ অন্যরা।
সভায় বক্তারা সাম্প্রতিক সময় বিবেচনায় বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে বার্ড যেসব গবেষণা ও কার্যক্রম চালাচ্ছেন তা তুলে ধরা হয়। এ ছাড়া বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বিভিন্ন পরামর্শ দেন। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ১১০ জন প্রতিনিধি অংশ নেন।
বার্ডের সহকারী পরিচালক (জনসংযোগ) আবদুল্লা-আল-মামুন জানান, বার্ড গত অর্থবছরে দুটি আন্তর্জাতিক কোর্সসহ মোট ১৯৫টি কোর্সের মাধ্যমে ৮ হাজার ৩৪১ জনকে প্রশিক্ষণ দিয়েছে। জাতীয় পর্যায়ে প্রশিক্ষণের মধ্যে রয়েছে- বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ, বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ, বিভিন্ন প্রকল্পের তৃণমূল পর্যায়ের সুফলভোগীদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কোর্স।
গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে বার্ড গত অর্থবছরে ১৫টি গবেষণাকর্ম সম্পন্ন করেছে। এর মধ্যে পাঁচটি গবেষণা গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে। বার্ড বর্তমানে সরকারের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত সিভিডিপি ৩য় পর্যায় প্রকল্প বাস্তবায়ন করছে। এ ছাড়া বার্ড নিজস্ব অর্থায়নে ১৬টি প্রায়োগিক গবেষণা প্রকল্প বাস্তবায়ন করছে বলে উল্লেখ করেন বার্ডের পরিচালক আবদুল্লা-আল-মামুন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
