ঢাকা , বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই-তারেক রহমান

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৪ ০২:২৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৪ ০২:২৭:০৮ অপরাহ্ন
নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই-তারেক রহমান
জনতা ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ যা আশা করে সেটি নিশ্চিত করতে হবে। আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করা হয়েছে। এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। সেজন্য দরকার নির্বাচিত সরকার। দেশে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, স্বাধীনভাবে কথা বলতে সক্ষম ছিল না মানুষ। দীর্ঘ ১৫ বছর স্বৈরাচার হাসিনার অত্যাচারে অতিষ্ঠ ছিল মানুষ। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলন যদি আমরা মূল্যায়ন না করি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তিনি আরো বলেন, জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে যারা জীবন দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন তাদের আত্মত্যাগ জাঁতি কখনো ভুলবে না। সেদিনই শহিদদের ত্যাগ সফলতা লাভ করবে যেদিন দেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স