ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

বাড়ি লিখে না দিলে বাবা-মাকে হত্যার হুমকি আদালতে মামলা

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৪ ১২:২৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৪ ১২:২৭:০২ পূর্বাহ্ন
বাড়ি লিখে না দিলে বাবা-মাকে হত্যার হুমকি আদালতে মামলা
রাজধানীর পল্টন এলাকায় এবার জন্মদাতা মা-বাবাকে হত্যার হুমকি দিয়েছে তাদেরই গর্ভের সন্তান মেয়ে ডা. হাসিনা আক্তার বেগ। এ ব্যাপারে বাবা মো. আব্দুর রব বাদী হয়ে পল্টন থানায় নিজেদের নিরাপত্তা চেয়ে একটি ডায়েরি করেছেন। এছাড়াও আদালতে তিনি একটি মামলা করেছেন। মামলার আসামি করা হয়েছে হাসিনা আক্তার বেগ ও তার স্বামী-সাদিউল ইসলাম খানকে। মামলা ও ডায়েরি সূত্রে জানা যায়, আব্দুর রব বেগ বৃদ্ধ ও শরীরিকভাবে খুবই অসুস্থ। তিনি স্ত্রী ও অন্যান্য সন্তানদের নিয়ে ৬৬/বি, শান্তিনগর পল্টন থানা এলাকায় স্বপরিবারের বসবাস করেন। কিন্তু তার বড় মেয়ে হাসিনা আক্তার বেগ ও তার স্বামী সাদিউল ইসলাম মিলে বাবার বেশির ভাগ সম্পত্তি দাবি করেন। বাবার সম্পত্তি ভাগ ভাটোয়ার আগেই হাসিনা সম্পত্তি তাদের বাড়ির মালিকানা দাবি করে প্রতিনিয়ত বাবা-মাকে হত্যা ও  খুনের হুমকি দিয়ে আসছেন। ডা. হাসিনা আক্তার বেগ ভাটারা থানাধীন ফরাজী ডায়াগানস্টিক এন্ড হাসপাতাল লি.-এর একজন ওরাল এন্ড ডেন্টাল সার্জন। তিনি ৬৬/বি শান্তিনগর ৫ম তলার ফ্ল্যাটটি হেবা সূত্রে মালিক। যাহার দলিল নং-১৮৮২। হাসিনা আক্তার বেগ সে ২০১৬ উক্ত ফ্ল্যাটটি বিক্রি করে দেন।
বাদী আব্দুর রব বেগ জানান, তার মেয়ে ডা. হাসিনা আক্তার হেবাকৃত ফ্ল্যাটটি বিক্রি করার সময় তাদের কাছে থেকে ২টি দলিল জোরপূর্বক নিয়ে যায়। তার প্রয়োজনে দলিল ২টি ফেরৎ চাইলে সাদিউল দম্পত্তি তা ফেরৎ না দিয়ে উল্টো বাবা-মাকে হত্যার হুমকি দেন। এরপরই বাবা আব্দুর রব বেগ আইনে আশ্রয় নেন। তিনি আরো জানান, বাড়ির ঐ ২টি দলিল আটকে রেখে সাদিউল সম্পত্তি তার নিকট ১ লাখ টাকা দাবি করেন। শুধু তাই নয় তারা ঐ দলিল দিয়ে সাদিউল দম্পত্তির নামে পুরো বাড়ি জাল জালিয়াতি করে লিখে নিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়ায় হুমকি দিয়ে আসছেন। আর এ কারণেই আব্দুর রব বেগ ৯৮ ধারায় দলিল উদ্ধারের জন্য আদালতে শরণাপন্ন হন।
নিরুপায় বৃদ্ধ আব্দুর রব বেগ কান্নাজড়িত কন্ঠে জানান, মেয়ের স্বপ্ন পূরণের জন্য তিনি জীবনের সব কিছু উজার করে দিয়েছেন। আজ সেই সন্তানই তাকে বাড়ি ছাড়া করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে আসছেন। তিনি এ ব্যাপারে প্রশাসকের কাছে আইনী সহায়তা চান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ