ঢাকা , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিচার, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই- রাশেদ প্রধান প্রকৌশলীদের অধিকার রক্ষায় আইইবির বিবৃতি ৩ মাস পরও খুলছে না রহস্যের জট হাওর মহাপরিকল্পনার খসড়া প্রতিবেদন প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ আজ মুক্তিযোদ্ধাদের পক্ষে বলা কি সন্ত্রাসী কাজ, প্রশ্ন সাংবাদিক পান্নার মব সংস্কৃতি দমনে সরকার ব্যর্থ হলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে- ড. কামাল হোসেন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে- আমির খসরু বরখাস্ত আদেশ প্রত্যাহার না হলে আন্দোলনে যাবে পল্লীবিদ্যুৎ কর্মরতরা সাভারে অপহৃত ১০ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার অপহরণকারী সাপের কামড়ে মৃত্যু বাড়ছে, প্রতিষেধক তৈরির উদ্যোগ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ নিশ্চিত হচ্ছে বন্যপ্রাণীর নিরাপদ আবাস নারায়ণগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল জয়ী মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জটিলতা কাটছে না গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড যশোরে পৃথক অভিযানে ৩৬টি সোনার বারসহ গ্রেফতার ৩ বিএসএফ মহাপরিচালকে ক্ষমা চাইতে হবে: সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আরও ৪৩২ জন ডেঙ্গু আক্রান্ত ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ

বাড়ি লিখে না দিলে বাবা-মাকে হত্যার হুমকি আদালতে মামলা

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৪ ১২:২৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৪ ১২:২৭:০২ পূর্বাহ্ন
বাড়ি লিখে না দিলে বাবা-মাকে হত্যার হুমকি আদালতে মামলা
রাজধানীর পল্টন এলাকায় এবার জন্মদাতা মা-বাবাকে হত্যার হুমকি দিয়েছে তাদেরই গর্ভের সন্তান মেয়ে ডা. হাসিনা আক্তার বেগ। এ ব্যাপারে বাবা মো. আব্দুর রব বাদী হয়ে পল্টন থানায় নিজেদের নিরাপত্তা চেয়ে একটি ডায়েরি করেছেন। এছাড়াও আদালতে তিনি একটি মামলা করেছেন। মামলার আসামি করা হয়েছে হাসিনা আক্তার বেগ ও তার স্বামী-সাদিউল ইসলাম খানকে। মামলা ও ডায়েরি সূত্রে জানা যায়, আব্দুর রব বেগ বৃদ্ধ ও শরীরিকভাবে খুবই অসুস্থ। তিনি স্ত্রী ও অন্যান্য সন্তানদের নিয়ে ৬৬/বি, শান্তিনগর পল্টন থানা এলাকায় স্বপরিবারের বসবাস করেন। কিন্তু তার বড় মেয়ে হাসিনা আক্তার বেগ ও তার স্বামী সাদিউল ইসলাম মিলে বাবার বেশির ভাগ সম্পত্তি দাবি করেন। বাবার সম্পত্তি ভাগ ভাটোয়ার আগেই হাসিনা সম্পত্তি তাদের বাড়ির মালিকানা দাবি করে প্রতিনিয়ত বাবা-মাকে হত্যা ও  খুনের হুমকি দিয়ে আসছেন। ডা. হাসিনা আক্তার বেগ ভাটারা থানাধীন ফরাজী ডায়াগানস্টিক এন্ড হাসপাতাল লি.-এর একজন ওরাল এন্ড ডেন্টাল সার্জন। তিনি ৬৬/বি শান্তিনগর ৫ম তলার ফ্ল্যাটটি হেবা সূত্রে মালিক। যাহার দলিল নং-১৮৮২। হাসিনা আক্তার বেগ সে ২০১৬ উক্ত ফ্ল্যাটটি বিক্রি করে দেন।
বাদী আব্দুর রব বেগ জানান, তার মেয়ে ডা. হাসিনা আক্তার হেবাকৃত ফ্ল্যাটটি বিক্রি করার সময় তাদের কাছে থেকে ২টি দলিল জোরপূর্বক নিয়ে যায়। তার প্রয়োজনে দলিল ২টি ফেরৎ চাইলে সাদিউল দম্পত্তি তা ফেরৎ না দিয়ে উল্টো বাবা-মাকে হত্যার হুমকি দেন। এরপরই বাবা আব্দুর রব বেগ আইনে আশ্রয় নেন। তিনি আরো জানান, বাড়ির ঐ ২টি দলিল আটকে রেখে সাদিউল সম্পত্তি তার নিকট ১ লাখ টাকা দাবি করেন। শুধু তাই নয় তারা ঐ দলিল দিয়ে সাদিউল দম্পত্তির নামে পুরো বাড়ি জাল জালিয়াতি করে লিখে নিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়ায় হুমকি দিয়ে আসছেন। আর এ কারণেই আব্দুর রব বেগ ৯৮ ধারায় দলিল উদ্ধারের জন্য আদালতে শরণাপন্ন হন।
নিরুপায় বৃদ্ধ আব্দুর রব বেগ কান্নাজড়িত কন্ঠে জানান, মেয়ের স্বপ্ন পূরণের জন্য তিনি জীবনের সব কিছু উজার করে দিয়েছেন। আজ সেই সন্তানই তাকে বাড়ি ছাড়া করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে আসছেন। তিনি এ ব্যাপারে প্রশাসকের কাছে আইনী সহায়তা চান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স