ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭ ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুমকি যুদ্ধবিরতির আভাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮২ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, অচল বন্দর-বিদ্যুৎকেন্দ্র টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১ ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার জঙ্গিসংশ্লিষ্টতা তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত

চায়ের দোকান থেকে ২ জনের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৪ ১২:২০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৪ ১২:২০:৩১ পূর্বাহ্ন
চায়ের দোকান থেকে ২ জনের লাশ উদ্ধার
রাজধানীর গুলশান-২ এর একটি চায়ের দোকানের ভেতর থেকে মো. রফিক ও সাব্বির নামে দুই জনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। ডিএমপির গুলশান থানার ওসি তৌহিদ আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, গুলশান-২ থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা ওই চায়ের দোকানে কাজ করতো বলে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। নিহত রফিকের বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে। সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়। সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু: এদিকে রাজধানীর মহাখালীতে সড়ক দুর্ঘটনায় মো. ইমন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু মো. আরিফ (১৮) নামে আরেকজন আহত হন। গত শুক্রবার রাতে মহাখালীর আমতলীতে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেকল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান। ইমন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোবিন্দের খিল গ্রামের চা দোকানি মো. নুরুল আমিনের ছেলে। বর্তমানে পূর্ব নাখালপাড়ায় পরিবারের সঙ্গে থাকতো। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। মৃতের বড় ভাই মো. ইয়াসিন বলেন, গত শুক্রবার রাত ১০টার দিকে তারা কয়েক বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রাজধানীর ৩০০ ফিট রাস্তায় ঘুরতে বের হয়। পথে মহাখালীর আমতলী এলাকায় সড়কে এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল ব্রেক করলে পেছন থেকে ইমন ছিঁটকে রাস্তায় পড়ে যায়। পরে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে গুরুত্ব আহত হয়। উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. ফারুক বলেন, ‘ওই কিশোরের লাশ হাসপাতাল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ