ঢাকা , শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ ঊর্ধ্বমুখী সবজিও সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই-ছায়ানট দিনেদুপুরে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালংকার লুট কিশোরগঞ্জে মেঘনায় গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু আশা করি ড. ইউনূস কথা রাখবেন- সেলিমা রহমান লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি ৩ মাসে বন্ধ ৬৪৮ ইটভাটা জরিমানা ২৪ কোটি বাড়ির পাশে মিলল মা-ছেলেসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর-দোকান ভাঙচুর চাঁদপুরে আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান ডেঙ্গুর তীব্র ঢেউয়ের শঙ্কা প্রতিরোধে প্রস্তুতি নেই অন্ধকার থেকে উত্তীর্ণ হওয়ার বার্তা চীনের পাল্টা শুল্কে মার্কিন বাজারে ধস আইএস-আল কায়েদার পতাকা নিয়ে মিছিল কয়েক খাতে বিনিয়োগের প্রতিশ্রুতি বহু দেশের আজহারীর ডাকে সোহরাওয়ার্দী উদ্যানে আজ গণজমায়েত টিউলিপের ‘অভিনব জালিয়াতির’ প্রমাণ পেয়েছে দুদক আজ থেকে প্রতিদিন সংলাপে বসবে ঐকমত্য কমিশন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

চায়ের দোকান থেকে ২ জনের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৪ ১২:২০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৪ ১২:২০:৩১ পূর্বাহ্ন
চায়ের দোকান থেকে ২ জনের লাশ উদ্ধার
রাজধানীর গুলশান-২ এর একটি চায়ের দোকানের ভেতর থেকে মো. রফিক ও সাব্বির নামে দুই জনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। ডিএমপির গুলশান থানার ওসি তৌহিদ আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, গুলশান-২ থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা ওই চায়ের দোকানে কাজ করতো বলে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। নিহত রফিকের বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে। সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়। সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু: এদিকে রাজধানীর মহাখালীতে সড়ক দুর্ঘটনায় মো. ইমন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু মো. আরিফ (১৮) নামে আরেকজন আহত হন। গত শুক্রবার রাতে মহাখালীর আমতলীতে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেকল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান। ইমন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোবিন্দের খিল গ্রামের চা দোকানি মো. নুরুল আমিনের ছেলে। বর্তমানে পূর্ব নাখালপাড়ায় পরিবারের সঙ্গে থাকতো। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। মৃতের বড় ভাই মো. ইয়াসিন বলেন, গত শুক্রবার রাত ১০টার দিকে তারা কয়েক বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রাজধানীর ৩০০ ফিট রাস্তায় ঘুরতে বের হয়। পথে মহাখালীর আমতলী এলাকায় সড়কে এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল ব্রেক করলে পেছন থেকে ইমন ছিঁটকে রাস্তায় পড়ে যায়। পরে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে গুরুত্ব আহত হয়। উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. ফারুক বলেন, ‘ওই কিশোরের লাশ হাসপাতাল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য