ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন ব্যতিক্রম থাকতেই পারে

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ১২:২৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ১২:২৩:৫৯ পূর্বাহ্ন
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন ব্যতিক্রম থাকতেই পারে মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেনস্বাধীনভাবেই দেশের মানুষের কাছে সমস্ত খবরাখবর পৌঁছে দিচ্ছেন এবং এর মাধ্যমে গণমাধ্যমের যে উন্নয়ন সেটাও তারা পালন করছেনতবে দুয়েকটা ব্যতিক্রম থাকতেই পারেগতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৪উপলক্ষে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের উদ্যোগে তথ্য ও প্রযুক্তির যুগে গণমাধ্যমের ভূমিকাশীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন
মো. নিজামুল হক নাসিম বলেনকেউ কেউ বলেন, আমাদের দেশের সাংবাদিকরা সরকার কর্তৃক নিষ্পেষিত হয়, আমি এর সঙ্গে একমত নইসাংবাদিকরা যদি কোনও ভুল করেন, সেখানে বিচার আছে, বিচার হতে পারেবিচারে দোষী হলে শাস্তি হবে, সেটা ভিন্ন কথাআর আমাদের আইনে যদি বলে, জামিন দেওয়া যাবে নাএটা কোনও কথা নয়, এটা (জামিন দেওয়া) হলো জজ সাহেবের অধিকারতিনি জামিন দিতেও পারে, নাও পারেনআইনের এই অথোরিটির ব্যাপার জানতে হবে, বুঝতে হবে
সাংবাদিকদের উদ্দেশে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের সত্য বলতে হবে, লিখতে হবেতবে সেই সত্য যেন দেশপ্রেমে সত্য হয়সেই সত্যের মাধ্যমে দেশের যেন কোনও ক্ষতি না হয়, এটা আমাদের মনে রাখতে হবেআপনি যা দেখবেন, তাই লিখতে পারেন নাযদি না দেখা যায়, তা লিখলে সমাজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবেস্বাধীনভাবে লেখার অধিকার সাংবাদিকদের থাকতে হবে এবং সাংবাদিকরাই সিদ্ধান্ত নেবেন, সেটি কীভাবে প্রকাশ করবেনআর প্রকাশের সময় যদি দেশের ক্ষতিকর কিছু প্রকাশ হয়, সেটার জন্য তো আইন রয়েছেকিন্তু মানুষের অধিকারে হাত দেওয়া, মানুষের কথা বলতে পারার অধিকারকে বন্ধ করা, এটি কখনোই গ্রহণযোগ্য নয় এবং হতে পারে না
তিনি আরও বলেন, আমরা চাই, সাংবাদিক, সম্পাদক এবং মালিক এই তিনটা পক্ষ মিলেই এ দেশের সাংবাদিকতার উন্নয়নে কাজ করবেসাংবাদিকরা যেনে ডেভেলপ করতে পারেন, দেশের, দশের ও মানুষের জন্য কাজ করতে পারেনসেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে
প্রেস কাউন্সিলের আইনে যতটুকু ক্ষমতা দেওয়া আছে, এই ক্ষমতা যদি সাংবাদিকদের উন্নয়নে প্রয়োগ করতে হয়, তাহলে তা প্রয়োগে কাউন্সিল পিছপা হবে না বলেও উল্লেখ করেন তিনি
বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মাহবুব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যপক সৈয়দা নিলুফার নাসরিন

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স