ঢাকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হরমুজ প্রণালী অবরোধ ও মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে নিজস্ব মজুদ কমায় ইউক্রেনে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের ২ লাখ ৯৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিলে বিসিবির বাইরের যারা থাকবেন এশিয়া কাপের সম্ভাব্য সূচি প্রকাশ, একাধিকবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান চেলসি ছাড়লেন কেপা, আর্সেনালে নতুন যাত্রা বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের স্ত্রী-সন্তানের ভরণপোষণে মাসে ৪ লাখ রুপি দিতে হবে শামিকে রাজনৈতিক টানাপোড়েনে অনিশ্চিত ভারতের বাংলাদেশ সফর মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে সমতা ফেরাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল, কোয়ার্টারে বরুশিয়ার মুখোমুখি যেসব কারণে হাইকোর্টে আসামিদের সাজা কমলো নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না-অর্থ উপদেষ্টা শেখ হাসিনাসহ তিন জনের পক্ষে শুনানি ৭ জুলাই যতক্ষণ দুঃখ প্রকাশ না করছো তোমরা শান্তি পাবে না শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সঙ্কট, নিরসনের উদ্যোগ ময়মনসিংহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০ লুটপাট-অগ্নিসংযোগ
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন ব্যতিক্রম থাকতেই পারে

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ১২:২৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ১২:২৩:৫৯ পূর্বাহ্ন
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন ব্যতিক্রম থাকতেই পারে মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেনস্বাধীনভাবেই দেশের মানুষের কাছে সমস্ত খবরাখবর পৌঁছে দিচ্ছেন এবং এর মাধ্যমে গণমাধ্যমের যে উন্নয়ন সেটাও তারা পালন করছেনতবে দুয়েকটা ব্যতিক্রম থাকতেই পারেগতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৪উপলক্ষে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের উদ্যোগে তথ্য ও প্রযুক্তির যুগে গণমাধ্যমের ভূমিকাশীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন
মো. নিজামুল হক নাসিম বলেনকেউ কেউ বলেন, আমাদের দেশের সাংবাদিকরা সরকার কর্তৃক নিষ্পেষিত হয়, আমি এর সঙ্গে একমত নইসাংবাদিকরা যদি কোনও ভুল করেন, সেখানে বিচার আছে, বিচার হতে পারেবিচারে দোষী হলে শাস্তি হবে, সেটা ভিন্ন কথাআর আমাদের আইনে যদি বলে, জামিন দেওয়া যাবে নাএটা কোনও কথা নয়, এটা (জামিন দেওয়া) হলো জজ সাহেবের অধিকারতিনি জামিন দিতেও পারে, নাও পারেনআইনের এই অথোরিটির ব্যাপার জানতে হবে, বুঝতে হবে
সাংবাদিকদের উদ্দেশে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের সত্য বলতে হবে, লিখতে হবেতবে সেই সত্য যেন দেশপ্রেমে সত্য হয়সেই সত্যের মাধ্যমে দেশের যেন কোনও ক্ষতি না হয়, এটা আমাদের মনে রাখতে হবেআপনি যা দেখবেন, তাই লিখতে পারেন নাযদি না দেখা যায়, তা লিখলে সমাজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবেস্বাধীনভাবে লেখার অধিকার সাংবাদিকদের থাকতে হবে এবং সাংবাদিকরাই সিদ্ধান্ত নেবেন, সেটি কীভাবে প্রকাশ করবেনআর প্রকাশের সময় যদি দেশের ক্ষতিকর কিছু প্রকাশ হয়, সেটার জন্য তো আইন রয়েছেকিন্তু মানুষের অধিকারে হাত দেওয়া, মানুষের কথা বলতে পারার অধিকারকে বন্ধ করা, এটি কখনোই গ্রহণযোগ্য নয় এবং হতে পারে না
তিনি আরও বলেন, আমরা চাই, সাংবাদিক, সম্পাদক এবং মালিক এই তিনটা পক্ষ মিলেই এ দেশের সাংবাদিকতার উন্নয়নে কাজ করবেসাংবাদিকরা যেনে ডেভেলপ করতে পারেন, দেশের, দশের ও মানুষের জন্য কাজ করতে পারেনসেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে
প্রেস কাউন্সিলের আইনে যতটুকু ক্ষমতা দেওয়া আছে, এই ক্ষমতা যদি সাংবাদিকদের উন্নয়নে প্রয়োগ করতে হয়, তাহলে তা প্রয়োগে কাউন্সিল পিছপা হবে না বলেও উল্লেখ করেন তিনি
বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মাহবুব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যপক সৈয়দা নিলুফার নাসরিন

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ