ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট
স্টেশন মাস্টারসহ তিনজন বরখাস্ত

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ৪

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ১২:২১:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ১২:২১:২৪ পূর্বাহ্ন
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ৪ গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে থেমে থাকা একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী অন্য একটি ট্রেন। এতে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে কয়েকজন আহত হন। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সংঘর্ষের ঘটনায় দুই ঘণ্টা বন্ধ ছিল এ রুটের ট্রেন চলাচল
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছেএ ঘটনায় ট্রেনের চালকসহ কমপক্ষে চারজন আহত হয়েছেনগতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের ছোট দেওড়া কাজীবাড়ী এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়এ ঘটনায় ওই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়এতে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ থাকেপ্রায় দুই ঘণ্টা পর ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছেদুই ঘণ্টা পর অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছেজয়দেবপুর রেল স্টেশনের স্টেশনমাস্টার হানিফ আলী জানান, টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জয়দেবপুর স্টেশনে যাত্রা বিরতি করেপরে বেলা ১১টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করেএকপর্যায়ে ট্রেনটি গাজীপুরের জয়দেবপুর আউটার সিগন্যালের কাজীবাড়ি ছোট দেওড়া এলাকায় পৌঁছায়এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের সঙ্গে টাঙ্গাইল কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনের চালকসহ কমপক্ষে চারজন আহত হয়েছেপরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছেএ ঘটনায় আরও হতাহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিক জানা যায়নিতিনি আরও জানান, ঘটনার ২ ঘণ্টা পর অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছেতবে উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসছেদুর্ঘটনাকবলিত ট্রেন দুটি ওই লাইন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছেবর্তমানে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছেজয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেতুবুর রহমান জানান, দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ওই রেললাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছেতবে উদ্ধার কাজ চলছে
স্টেশন মাস্টারসহ তিনজন বরখাস্ত: এ ঘটনায় জয়দেবপুর রেলওয়ে জংশনের আবগোমটি স্টেশন মাস্টারসহ তিনজনকে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষজয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, জয়দেবপুর রেলওয়ে জংশনে আউটার সিগন্যালের ছোট দেওড়া কাজীবাড়ি এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়এ ঘটনার পর জয়দেবপুর রেলওয়ে জংশনের আবগোমটি স্টেশন মাস্টার মো. হাশেম, পয়েন্টম্যান সাদ্দাম হোসেন ও মোস্তাফিজুর রহমানকে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ
তদন্ত কমিটি গঠন: গাজীপুর জয়দেবপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল (কাজীবাড়ি) এলাকায় টাঙ্গাইল কমিউটার ও মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছেগাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাটি কী কারণে ঘটেছে, কারও গাফিলতি আছে কিনা, এসব বিষয়ে জানতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মতিউর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছেতদন্ত কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছেদুর্ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক জানান, ভুল সিগন্যালের কারণে দুর্ঘটনাটি ঘটেছেতেলবাহী ট্রেনটি যাচ্ছিল রংপুরে এবং গতকাল শুক্রবার থাকায় টাঙ্গাইল কমিউটার ট্রেনে যাত্রীর সংখ্যা কম ছিলযাত্রীবাহী ট্রেনটি তেলবাহী ট্রেনের লাইনে প্রবেশ করলে দুর্ঘটনা ঘটেদুর্ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছেদ্রুত উদ্ধার প্রক্রিয়া শুরু করতে পদক্ষেপ নেওয়ার জন্য রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছেজয়দেবপুরের স্টেশনমাস্টার হানিফ মিয়া জানান, সিগন্যালম্যানের ভুলের কারণে টাঙ্গাইল কমিউটার ও মালবাহী ট্রেনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছেমালবাহী ট্রেনের পাঁচটি এবং যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছেট্রেন চলাচল কখন শুরু হবে এটি এখনও বলা যাচ্ছে নাদুর্ঘটনার পর থেকে আশপাশের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেনের যাত্রাবিরতি করা হয়েছেগাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেটাঙ্গাইল কমিউটার ট্রেনের লোকোমাস্টারসহ (ট্রেনের চালক) বেশ কয়েকজন আহত হয়েছেনতাদের মধ্যে ৭ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছেঅন্যান্যরা নিজ দায়িত্বে বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন
অন্যান্য ট্রেনে বিলম্ব: এদিকে জয়দেবপুর দিয়ে ঢাকার সঙ্গে এ রুটে চলাচলকারী পশ্চিমাঞ্চলের সব ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গতকাল শুক্রবার সকালে নির্ধারিত সময়ের চেয়ে বিলম্ব করে বুড়িমারী এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও অগ্নিবীণা এক্সপ্রেসএরপরে সকাল ১১টায় গাজীপুরের জয়দেবপুর স্টেশনে দুর্ঘটনার কারণে ট্রেনগুলো আটকে পড়ে শিডিউল জটিলতায়গতকাল শুক্রবার দুপুর দেড়টার সময়েও কমলাপুরের প্লাটফর্মে ট্রেনগুলোকে দেখা যায়স্টেশন সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার বুড়িমারী এক্সপ্রেস, সকাল ৯টার রংপুর এক্সপ্রেস ও সকাল সাড়ে ১১টার অগ্নিবীণা এক্সপ্রেস স্টেশন ছাড়ার কথা ছিলকিন্তু দুপুর দেড়টার সময়ও সেগুলো আর ছেড়ে যেতে পারেনিকমলাপুর স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন বলেন, জয়দেবপুরের দুর্ঘটনার কারণে যাতায়াত উপযোগী (লাইন ক্লিয়ার) ছিল নাএটা ঠিক হয়েছে, ধীরে ধীরে সবগুলো ট্রেনই ছেড়ে যাবেকিন্তু এর আগে সকাল সাড়ে ১১টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, দুর্ঘটনার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলকারী সকালের কোনো ট্রেনে সমস্যা হয়নিবাকি ট্রেনগুলোর ছাড়ার সময় দুপুরের পরে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ