ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব মানসম্মত সেবা দিতে পারছে না সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছি : জয়শঙ্কর ‘চূড়ান্ত কূটনৈতিক বিজয়’ বলছেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সরকারের কূটনৈতিক বিজয় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৩৮ গাজীপুরে শাপলা তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে ২ যুবকের মৃত্যু পাবনায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ চলতি বছর করোনায় আক্রান্ত ৭২০ জন মৃত্যু আরও এক ডোপ টেস্টে পজিটিভ হলে রাকসু নির্বাচনের প্রার্থিতা বাতিল গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা যশোরে বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনতাইয়ের অভিযোগ হাজারীবাগে বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্ত্রীকে গলা কেটে হত্যা, থানায় স্বামীর আত্মসমর্পণ বরিশালে বাড়িতে হামলা করে যুবককে হত্যা কিছুদিনের মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা লোকসানে বন্ধ হচ্ছে পোলট্রি খাতের হাজার হাজার প্রান্তিক ক্ষুদ্র খামার পোরশায় ধর্ষণ মামলার আসামি আবুল হাসান গ্রেফতার কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর সর্দি-জ্বরে জর্জরিত দেশ

নতুন চমক দিতে যাচ্ছেন সামারা

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৪ ০৬:৫৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৪ ০৬:৫৯:৫২ অপরাহ্ন
নতুন চমক দিতে যাচ্ছেন সামারা
বিনোদন ডেস্ক
আজ শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে অ্যাকশন হরর সিনেমা ‘আজরাইল’। ইভান লুইজ কাট্জ পরিচালিত এ সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন সামারা ওয়েভিং। ইতোমধ্যেই সিনেমাটির ট্রেলারে নজর কেড়েছেন সামারা। হলিউড চলচ্চিত্র সমালোচকদের মতে, এ সিনেমার মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিতে যাচ্ছেন অভিনেত্রী। ‘আজরাইল’ সিনেমায় সামারার সঙ্গে অভিনয়ে আরও রয়েছেন-ভিক্টোরিয়া কারমেন সোনি, নাথান স্টুয়ার্ট জেরেট, ক্যাটারিনা আন্ট প্রমুখ। অস্ট্রেলীয় অভিনেত্রী সুপার মডেল সামারা ওয়েভিং-এর পর্দায় অভিষেক হয়েছিল শর্টফিল্মের মাধ্যমে, ২০০৯ সালে। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। এখন ৩২। পরবর্তী ১৫ বছরে হলিউডে ক্যারিয়ার সাজাতে করে গেছেন অক্লান্ত পরিশ্রম। সাফল্যের প্রথম দেখা পেয়েছিলেন ২০১৬ সালে ফিন এডকুইস্ট পরিচালিত অস্ট্রেলীয় সিনেমা ‘ব্যাড গার্ল’র মাধ্যমে। ওই সিনেমায় তার অভিনীত ক্লোয়ে বুচানন চরিত্রটি তাকে দিয়েছিল তারকা হওয়ার সম্ভাব্য ইঙ্গিত। আর হলিউডে তার প্রথম সাফল্য আসে পরের বছরই- জোসেফ ম্যাকজি পরিচালিত ‘দ্য বেবিসিটার’ সিনেমা দিয়ে। এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করে বুঝিয়ে দিয়েছেন, তিনি হলিউড থেকে খালি হাতে ফিরে যাওয়ার জন্য আসেননি। ২০১৯ সালে ‘রেডি অর নট’ সিনেমা দিয়েও দর্শকদের মনে জায়গা করে নেন অভিনেত্রী। আর এবার ‘আজরাইল’ দিয়ে নতুন চমক দিতে যাচ্ছেন সামারা। সিনেমায় সামারার এ সংগ্রামী ভূমিকাই তাকে দক্ষ অভিনেত্রীর স্বীকৃতি দেবে বলে মনে করছেন সমালোচকরা। কেউ বলছেন, কোনো কোনো পুরস্কার হাতছানি দিয়ে ডাকছে সামারাকে। যুক্তরাষ্ট্র্রের টেক্সাসে ৯ মার্চ যখন সাউথ বাই সাউথওয়েস্ট উৎসবে এ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়, তখন থেকেই প্রচার হতে থাকে ‘আজরাইল’ সিনেমার গল্প। মূলত সাইমন ব্যারেটের লেখা এ সিনেমায় আজরাইল একটি কাল্পনিক চরিত্র। নারীশাসিত একটি রাজ্য-যেখানে ক্ষমতাসীন নারীদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না। এখানে এক নারীকে হন্যে হয়ে খুঁজছে একদল নারী। কারণ আজরাইল নামের ওই নারী জেল থেকে পালিয়েছে। বহু ধরনের মিশন শেষে সে ধরাও পড়েছে। সিদ্ধান্ত হয়, মরুভূমিতে নিয়ে তাকে বিখ্যাত প্রাচীন শয়তানের কাছে বলি দেওয়া হবে। যে কথা সেই কাজ। কিন্তু এখানে শয়তানের সঙ্গে আজরাইলের ব্যাপক যুদ্ধ হয়। আজরাইল নিজেকে বাঁচিয়ে রাখতে সংগ্রাম করতে থাকে। ১৫ বছরের ক্যারিয়ারে পুরস্কারের ঝুলিও খুব একটা ছোট নয় সামারার। ২০১৭ সালে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং’ সিনেমার জন্য সেরা কাস্ট হিসাবে পেয়েছেন ফ্লোরিডা ফিল্ম ক্রিটিক সার্কেল অ্যাওয়ার্ড। পরের বছরই সেরা অভিনয়ের সমাহার ক্যাটাগরিতে একই সিনেমার জন্য পেয়েছেন ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড। এ সিনেমার জন্য পেয়েছেন আরও চার প্রতিষ্ঠানের স্বীকৃতি। তবে সামনে লক্ষ্য আরো বড়। তাই নিজেকে প্রতিনিয়ত ভেঙে গড়ে পরিশ্রম করে যাচ্ছেন সামারা। 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য