দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৩৮ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৫৫৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৪৭৮ জন, ১ হাজার ৪৩৭ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
- আপলোড সময় : ২৬-০৯-২০২৪ ১১:০৮:৩৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০৯-২০২৪ ১১:০৮:৩৫ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ