স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্সসহ নানাবিধ সংকট রয়েছে। এসব সংকট সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে জনবল সংকট এবং কর্মরতদের বেতনসহ বেশ কিছু সমস্যা আছে। তারপরও চিকিৎসকরা রোগীদের সেবা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। গতকাল বুধবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলার মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থার নানাবিধ সমস্যা চিহ্নিত করতেই হাসপাতালগুলো পরিদর্শন করা হচ্ছে। পুরো চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। যাতে রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করা যায়। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। এসময় সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, নরসিংদী পরিবার পরিকল্পনা উপ-পরিচালক নিয়াজুর রহমান, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. সজীব, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আবু কাউছার সুমন, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোনতানশির বিল্লাহ, শিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চয়ন বালাসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি সফরে কেবল একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের সূচি থাকলেও আকস্মিকভাবে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও শিলমান্দী স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র পরিদর্শন করেন এই উপদেষ্টা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

স্বাস্থ্য খ্যাতের সংকট সমাধানে ব্যবস্থা নেয়া হচ্ছে-স্বাস্থ্য উপদেষ্টা
- আপলোড সময় : ২৬-০৯-২০২৪ ০১:০৯:১৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০৯-২০২৪ ০১:০৯:১৯ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ