আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদকে বদলি করা হয়েছে। তাকে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে দেওয়া হয়েছে। এই পদে নিয়ে আসা হয়েছে ফেনীর জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরানকে। গত মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন,বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। এই প্রজ্ঞাপনে মোট ১৪জন জেলা জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হলো। এইসব জেলা জজদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাদের দায়িত্বভার অর্পণ করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার পরিবর্তন
- আপলোড সময় : ২৬-০৯-২০২৪ ০১:০৬:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০৯-২০২৪ ০১:০৬:৫৩ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ