ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫ , ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
১৪ ভারতীয় জেলে কারাগারে ফুলবাড়িয়ার সাবেক এমপি পত্নী হাসিনা উদ্দিনের জানাজা সম্পন্ন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদীতে ঘুরতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু জলঢাকায় বাকপ্রতিবন্ধী রঞ্জনার মানবেতর জীবন সংগ্রাম বরগুনায় কৃষি সমস্যা ও সম্ভাব্য সমাধান বিষয়ক মতবিনিয় সভা অনুষ্ঠিত শিক্ষাব্যবস্থার ইসলামীকরণসহ বেশ কিছু দাবি জামায়াতের সুন্দরবন মার্কেটে অবৈধ দোকানে হাজার কোটি টাকার বাণিজ্য জুলাই গণঅভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ : রাষ্ট্রপতি সাত কলেজকে চার হাইব্রিড মডেলে স্কুলে বিভক্ত করে পাঠদান ঢাকায় কাউন্সিলরকে না পেয়ে বোনকে গুলি করে হত্যা জুলাই অভ্যুত্থানে নিহত ৬ সাংবাদিকের বিচার নিয়ে আরএসএফ-এর বিবৃতি মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় ‘মঞ্চ ৭১’-এর ৫ দফা দাবি ফরিদপুরে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া আমতলীতে ৫ আগষ্ট পালিত,জুলাই শহীদদের জন্য দোয়া কামনা আমতলীতে তৃনমুলে বিট পুলিশিং মিটিং অনুষ্ঠিতব্য রাজনৈতিক সহিংসতায় ১১ মাসে নিহত ১২১ আহত ৫১৮৯-টিআইবি তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় শীর্ষ ৫ দেশের তালিকায় চতুর্থ বাংলাদেশ তারেক রহমান হ্যাজ এ ড্রিম-মির্জা ফখরুল বিশ্ববাসী দেখবে ৩৬ জুলাই উদ্যাপন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন

জঙ্গি সংগঠনের ৩২ জনের জামিন বাতিল

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৪ ১২:৫০:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৪ ১২:৫০:২৩ পূর্বাহ্ন
জঙ্গি সংগঠনের ৩২ জনের জামিন বাতিল
চার মামলায় জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ৩২ জনকে জামিন দেওয়ার পর সেই আদেশেই তাদের জামিন বাতিল করেছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন। জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিনের সই করা এক আদেশের মাধ্যমে এ তথ্য জানা গেছে। আদেশে লেখা হয়েছে, আসামিদের পক্ষে যে জামিননামা দাখিল করা হয়েছে, সে জামিননামা পর্যালোচনায় দেখা যায় যে, প্রত্যেক আসামির জামিনদার একই ব্যক্তি। তার নাম ইমান হোসেন, সে বান্দরবান সদরের থানা কোয়ার্টারের মো. খলিলের ছেলে। অথচ প্রত্যেক আসামি ভিন্ন ভিন্ন জেলার হলেও তাদের এলাকার কোনো জামিনদার নেই। এদিকে, ৪টি মামলার জামিনদার একই ব্যক্তি এবং তার বাড়ি বান্দরবান। অথচ কোনো আসামির বাড়িই বান্দরবান নয়। জামিনের শর্ত অনুযায়ী আসামিদের স্ব স্ব এলাকার গণ্যমান্য ব্যক্তিকে জামিনদার হিসেবে প্রদান না করায় জামিনের শর্ত লঙ্ঘিত হয়েছে। এ কারণে জামিননামা গ্রহণ করা হলো না এবং আসামিদের দেওয়া জামিন বাতিল করা হলো। এর আগে, গত মঙ্গলবার মোট চারটি মামলায় গ্রেপ্তার দেখানো এই ৩২ জনকে জামিনের আদেশ দেন বান্দরবানের জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন। এদের মধ্যে বান্দরবানের থানচি থেকে ২১ জন, রুমা থেকে ৪ জন, নাইক্ষ্যংছড়ি থেকে ২ জন ও বান্দরবান সদর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও বিভিন্ন জায়গায় জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়েছিল। কেএনএফ-এর সন্ত্রাসী তৎপরতা দমনে পাহাড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হলে সে সময় র‌্যাব অভিযান চালিয়ে এদের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া জঙ্গি সংগঠনের প্রশিক্ষক ও অর্থ শাখার গুরুত্বপূর্ণ ব্যক্তিও ছিল বলে সে সময় র‌্যাব গণমাধ্যমকে জানায়। যারা জামিন পেয়েছিলেন তারা হলেন সিলেটের মাকসুদুর রহমান, কুমিল্লার সালেহ আহমদ, সিলেটের সাদেকুর রহমান, কুমিল্লার বায়েজিদ ইসলাম, নোয়াখালীর নিজাম উদ্দিন হিরন, মাদারীপুরের আবুল বাশার মৃধা, কুমিল্লার ইমরান হোসেন, নারায়ণগঞ্জের আল আমিন সর্দার, কুমিল্লার দিদার হোসেন, সিলেটের তাহিয়াত চৌধুরী, ঝালকাঠির হাবিবুর রহমান, কুমিল্লার সাখাওয়াত হোসেন, পটুয়াখালীর মিরাজ সিকদার, পটুয়াখালীর আল আমিন ফকির, বরিশালের আবদুস সালাম, পটুয়াখালীর ওবাইদুল্লাহ হক, বরিশালের মাহামুদ ডাকুয়া, পটুয়াখালীর জুয়েল মুসল্লি, পটুয়াখালীর শামীম, মুন্সিগঞ্জের রিয়াজ শেখ, বরগুনার সোহেল মোল্লা, টাঙ্গাইলের ইলিয়াছ রহমান, কুমিল্লার জহিরুল ইসলাম, চট্টগ্রামের আবু হোরায়রা, কুমিল্লার দিদার হোসেন মাসুম, চট্টগ্রামের ইমরান হোসেন, কুমিল্লার আহাদুল ইসলাম মজুমদার, কুমিল্লার আনিছুর রহমান, গাইবান্ধার শামীন মাহফুজ ও কুমিল্লার আসসামী রহমান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ