ঢাকা , শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে ৫ ছাত্রী বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে-গোলাম পরওয়ার দুর্গাপূজা ঘিরে পাশের দেশ মিথ্যাচার করছে- স্বরাষ্ট্র উপদেষ্টা লক্ষ্মী নারায়ণ জিও ঠাকুর মন্দিরে শ্রাবন্তী সরকার রিতুর আত্মার শান্তি কামনা প্রার্থনা সভা অনুষ্ঠিত ৮ আইনে সরাসরি মামলা নেবেন না আদালত ৪ আগস্টেই নতুন সরকার গঠনের প্রস্তুতিতে ড. ইউনূসের সঙ্গে কথা হয়-নাহিদ গণতন্ত্রের পথে ঐক্যবদ্ধ থাকতে হবে-তারেক রহমান আন্দোলনকারীদের ‘রাজাকারের নাতিপুতি’ বলেননি শেখ হাসিনা-রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ৭৭ অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪ আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি অহেতুক চাপ-মির্জা ফখরুল নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশসহ ৪ অধ্যাদেশ অনুমোদন সচিবালয়ে আবারও কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ বিএনপি-জামাত আন্দোলনের সময় রাস্তায় ছিল না:মুফতি ফয়জুল করীম প্রক্রিয়াজাত খাদ্যপণ্য শিল্প ঝুঁকিতে বিনিয়োগে স্থবিরতা এয়ার ইন্ডিয়া ফ্লাইট বিধ্বস্ত : বোয়িং ও হানিওয়েলের বিরুদ্ধে মামলা আফগানিস্তানে ইন্টারনেট বন্ধের ঘোষণা দিল তালেবান সরকার ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা, বড় ধর্মঘটের প্রস্তুতি গাজা নিয়ে চাপের মুখে যুক্তরাষ্ট্র নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান ও সৌদি আরব

নগদ টাকার সংকট কাটছে ৫ ব্যাংকের

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ১১:১৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১১:১৫:৪৮ অপরাহ্ন
নগদ টাকার সংকট কাটছে ৫ ব্যাংকের

অর্থনৈতিক রিপোর্টার
নগদ টাকার সংকট কাটাতে পাঁচ ব্যাংককে টাকা ধার নেয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার তারল্য সংকটে থাকা এসব ব্যাংককে এ-সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। এর ফলে অন্য ব্যাংক থেকে টাকা ধার পাওয়ার সুযোগ তৈরি হলো এসব ব্যাংকের। এ জন্য টাকা ধার দেয়া ব্যাংককে ‘গ্যারান্টি দিচ্ছে’ কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকগুলো হল: বেসরকারি খাতের ন্যাশনাল, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। ব্যাংকগুলো এতদিন এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে নতুনদের দায়িত্ব দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আপাতত তীব্র সংকটে পড়া পাঁচ ব্যাংককে প্রথম ধাপে তারল্য সহায়তা দেয়া হলেও আবেদনের পরিপ্রেক্ষিতে বাকি ব্যাংকগুলোকেও তা দেয়া হবে। জানা গেছে, এই ৫ ব্যাংকের বাইরে ইসলামী ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংক তারল্য সংকটে রয়েছে। এ পর্যন্ত বিশেষ ধার চেয়ে ৮টি ব্যাংক চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। এরইমধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে টাকা ধার দিতে অনুমিত দেয়ার তথ্য জানিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, পাঁচ ব্যাংক তারল্য সহায়তা পাবে। যেসব ব্যাংক থেকে তারল্য সহায়তা চাওয়া হয়েছে সেগুলো সংকটে থাকা ব্যাংকগুলোকে অর্থ দেবে। উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতে নানা পরিবর্তন আনে অন্তর্র্বতী সরকার। এস আলম গ্রুপের এসব শরিয়াভিত্তিক ইসলামি ধারার ব্যাংকগুলোকে আগের সরকারের সময়কার গভর্নরের বিশেষ সুবিধায় দেয়া তারল্য সহায়তা বন্ধ করে দেন নতুন গভর্নর আহসান এইচ মনসুর। এতে ব্যাংকগুলোতে তীব্র তারল্য সংকট তৈরি হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ