ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা
কমান্ডারদের প্রস্তুত থাকার আহ্বান

যুদ্ধের সক্ষমতা বাড়াচ্ছে ভারত

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ১১:১০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১১:১০:৩২ অপরাহ্ন
যুদ্ধের সক্ষমতা বাড়াচ্ছে ভারত

ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সম্প্রতি ‘বাংলাদেশ পরিস্থিতি’ বিশ্লেষণ করার নির্দেশ দিয়ে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবার যেকোনো ‘নিরাপত্তা চ্যালেঞ্জ’ মোকাবিলায় ভারতীয় নৌবাহিনীর কমান্ডারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অস্থির বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং ভারতের সামগ্রিক নৌ-শক্তিকে আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এ আহ্বান জানান রাজনাথ সিং।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।
গত বৃহস্পতিবার নৌবাহিনীর কমান্ডারদের সম্মেলনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারতকে এখন ভারত মহাসাগরে একটি শক্তিশালী নিরাপত্তা অংশীদার হিসেবে দেখা হচ্ছে এবং এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতীয় নৌবাহিনী। এসময়, অত্যাধুনিক জাহাজ ও সাবমেরিন যুক্ত করে ভারতীয় নৌবাহিনীর ‘যুদ্ধের সক্ষমতা’ বাড়ানোর জন্য সরকারের প্রচেষ্টার কথাও পুনর্ব্যক্ত করেছেন রাজনাথ সিং। ভারতীয় শিপইয়ার্ডে বর্তমানে ৬৪টি জাহাজ ও সাবমেরিন নির্মাণাধীন এবং ২৪টি অতিরিক্ত প্ল্যাটফর্মের অর্ডার দেয়া হয়েছে বলেও জানান তিনি। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইকোনমিক টাইমস বলছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতীয় নৌবাহিনীর ক্রমবর্ধমান শক্তিতে আত্মতুষ্টির কিছু নেই উল্লেখ করে নিয়মিত নিজেদের সক্ষমতা যাচাইয়ের জন্য কমান্ডারদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষামন্ত্রী কমান্ডারদের বর্তমান অস্থির বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছেন। এর আগে, গত ৫ সেপ্টেম্বর লখনৌতে জয়েন্ট কমান্ডারস কনফারেন্সে ভাষণ দেয়ার সময় ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। এছাড়া রাশিয়া-ইউক্রেন ও ইসরাইল-হামাস যুদ্ধের দিকে নজর রাখা এবং ‘অপ্রত্যাশিত’ যেকোনো কিছু মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছিলেন তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ