ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের
‘‘চ্যাম্পিয়ন্স লিগ’’

হার দিয়ে লিগ শুরু করলো বার্সেলোনা

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ১১:০৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১১:০৬:২৪ অপরাহ্ন
হার দিয়ে লিগ শুরু করলো বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগ যেন বার্সেলোনার জন্য অভিশাপ। এই আসরে এলেই খেই হারিয়ে ফেলে কাতালানরা। চলতি মৌসুমেও আরেকবার নিজেদের পুরনো রূপ দেখালো দলটি। শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি হ্যান্সি ফ্লিকের দল। মোনাকোর বিপক্ষে ম্যাচটি তারা হেরেছে ২-১ গোলে। গত বৃহস্পতিবার ঘরের মাঠে শুরুতেই মোনাকোকে এগিয়ে নেন মানসা। এরপর বার্সেলোনাকে প্রথমার্ধেই সমতা ফেরান লামিনে ইয়ামাল। তবে দ্বিতীয়ার্ধে বদলি নেমে সকল হিসেব ওলটপালট করে দেন জর্জ ইলেনিখেনা। ম্যাচের দশম মিনিটে বড় ধাক্কাটি খায় বার্সেলোনা। বক্সের একটু বাইরে তাকুমি মিনামিনোকে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এরিক গার্সিয়া। রক্ষণের ভুলের এই খেসারত ম্যাচজুড়ে দিতে হয় বার্সাকে। বার্সেলোনা গোল খেয়ে বসে ষোড়শ মিনিটে। ডান দিক দিয়ে বক্সে ঢুকে দুই পাশে ছড়িয়ে থাকা প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের মাঝ দিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন ফরাসি মিডফিল্ডার মানসা। বার্সেলোনা সমতায় ফেরে ২৮তম মিনিটে। চমৎকার গোলে সমতা ফেরান ইয়ামাল। মাঝমাঠ থেকে মার্ক কাসাদোর উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বক্সের বাইরে থেকে জাল খুঁজে নেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে এটি ইয়ামালের প্রথম গোল। এই গোলের মধ্যে দিয়ে আসরের দ্বিতীয় কনিষ্ঠ গোলদাতা হলেন ইয়ামাল (১৭ বছর ৬৮ দিন)। তার উপরে আছেন বার্সেলোনার আনসু ফাতি। ১৭ বছর ৪০ দিন বয়সে গোল করে রেকর্ডটি ফাতি। দ্বিতীয়ার্ধে ভালো একটি সুযোগ পেয়েছিলেন রাফিনিয়া। ৫৫তম মিনিটে ডান দিক থেকে জুল কুন্দের পাসে ছুটে গিয়ে বক্সে স্লাইডে বলে পা ছোঁয়াতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দুই মিনিট পর আরেকটি সেভ করেন টের স্টেগান। আক্রমণের ধারায় ৭১তম মিনিটে ফের এগিয়ে যায় মোনাকো। এক সতীর্থের উঁচু করে বাড়ানো বল পেয়ে এগিয়ে যান ইলেনিখেনা। বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোলটি করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। বাকি সময়ে আর গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে মোনাকো।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য