ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ

হেডের ক্যারিয়ার সেরা ইনিংস, এলোমেলো ইংল্যান্ড

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ১১:০৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১১:০৫:৪৫ অপরাহ্ন
হেডের ক্যারিয়ার সেরা ইনিংস, এলোমেলো ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
দুই দলের দুই বাঁহাতি ওপেনার রান পেলেন। একজন ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। নার্ভাস নাইন্টিজে গিয়ে আটকে গেছেন। আরেকজন ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার পর চোখের পলকে ছাড়িয়ে যান দেড়শ। দিন শেষে ব্যবধান গড়ে দেওয়া এই ইনিংসেই জয়ের হাসি হেসেছে অস্ট্রেলিয়া। নটিংহ্যামে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া জিতেছে ৭ উইকেটে। ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটের ৯৫ রানে ভর করে ইংল্যান্ড ৩১৫ রানের ভালো পুঁজি পায়। বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে জবাব দিতে নেমে ট্রেভিস হেড ১২৯ বলে খেলেন ১৫৪ রানের অপরাজিত ইনিংস। তার দেড়শ রানের এই ইনিংসে ৩৬ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরির ইনিংসটি হেড সাজিয়েছেন ২০ চার ও ৫ ছক্কায়। ১৭২ মিনিট ক্রিজে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার। হেডের সঙ্গে ৭৭ রানে অপরাজিত ছিলেন মার্নাস লাবুশানে। ৬১ বলে ৭ চার ও ২ ছক্কায় লাবুশানে ইনিংসটি খেলেন। এছাড়া ৩২ রানের দুটি ইনিংস আসে স্টিভেন স্মিথ ও ক্যামেরুন গ্রিনের ব্যাট থেকে। এর আগে বেন ডাকেট ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন। সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে লাবুশানের বলে ফিরতি ক্যাচ দেন তিনি। ১১ চারে এই ইনিংসটি খেলেন এই ওপেনার। এছাড়া ৫৬ বলে ৬২ রান করেন উইল জ্যাকস। প্রথমবার অধিনায়কত্ব করতে নামা হ্যারি ব্রুক ৩১ বলে করেন ৩৯ রান। শেষ দিকে জ্যাকব বেথালের ৩৪ বলে ৩৫ রানের ইনিংসে ইংল্যান্ড চ্যালেঞ্জিং পুঁজি পায়। বল হাতে জাম্পা ও লাবুশানে নেন ৩টি করে উইকেট। ২ উইকেট পান হেড। বোলিংয়ে ২ উইকেটের সঙ্গে ব্যাটিংয়ে ম্যারাথন ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন হেড। সহজ জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ লিডসে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য