ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী আজ পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

হেডের ক্যারিয়ার সেরা ইনিংস, এলোমেলো ইংল্যান্ড

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ১১:০৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১১:০৫:৪৫ অপরাহ্ন
হেডের ক্যারিয়ার সেরা ইনিংস, এলোমেলো ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
দুই দলের দুই বাঁহাতি ওপেনার রান পেলেন। একজন ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। নার্ভাস নাইন্টিজে গিয়ে আটকে গেছেন। আরেকজন ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার পর চোখের পলকে ছাড়িয়ে যান দেড়শ। দিন শেষে ব্যবধান গড়ে দেওয়া এই ইনিংসেই জয়ের হাসি হেসেছে অস্ট্রেলিয়া। নটিংহ্যামে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া জিতেছে ৭ উইকেটে। ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটের ৯৫ রানে ভর করে ইংল্যান্ড ৩১৫ রানের ভালো পুঁজি পায়। বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে জবাব দিতে নেমে ট্রেভিস হেড ১২৯ বলে খেলেন ১৫৪ রানের অপরাজিত ইনিংস। তার দেড়শ রানের এই ইনিংসে ৩৬ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরির ইনিংসটি হেড সাজিয়েছেন ২০ চার ও ৫ ছক্কায়। ১৭২ মিনিট ক্রিজে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার। হেডের সঙ্গে ৭৭ রানে অপরাজিত ছিলেন মার্নাস লাবুশানে। ৬১ বলে ৭ চার ও ২ ছক্কায় লাবুশানে ইনিংসটি খেলেন। এছাড়া ৩২ রানের দুটি ইনিংস আসে স্টিভেন স্মিথ ও ক্যামেরুন গ্রিনের ব্যাট থেকে। এর আগে বেন ডাকেট ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন। সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে লাবুশানের বলে ফিরতি ক্যাচ দেন তিনি। ১১ চারে এই ইনিংসটি খেলেন এই ওপেনার। এছাড়া ৫৬ বলে ৬২ রান করেন উইল জ্যাকস। প্রথমবার অধিনায়কত্ব করতে নামা হ্যারি ব্রুক ৩১ বলে করেন ৩৯ রান। শেষ দিকে জ্যাকব বেথালের ৩৪ বলে ৩৫ রানের ইনিংসে ইংল্যান্ড চ্যালেঞ্জিং পুঁজি পায়। বল হাতে জাম্পা ও লাবুশানে নেন ৩টি করে উইকেট। ২ উইকেট পান হেড। বোলিংয়ে ২ উইকেটের সঙ্গে ব্যাটিংয়ে ম্যারাথন ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন হেড। সহজ জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ লিডসে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য