ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

আবারও বাংলাদেশের জয় নিয়ে মন্তব্য করলেন বাসিত

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ১১:০৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১১:০৫:১৯ অপরাহ্ন
আবারও বাংলাদেশের জয় নিয়ে মন্তব্য করলেন বাসিত
স্পোর্টস ডেস্ক
চেন্নাই টেস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি। তিনি বলেছেন, ভারতের কাছে হার থেকে বাংলাদেশকে বাঁচাতে পারবে কেবল বৃষ্টি। আর বৃষ্টি না হলে বাংলাদেশ এই টেস্টে নিশ্চিতভাবেই হারবে। বাসিত আলি মন্তব্য করেছেন, যখন ১৪৪ রানে ৬ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়েছিলো ভারত। প্রথম দিন শেষে সপ্তম উইকেটে ভারতের ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি দেখেই মূলত এই ভবিষ্যদ্বাণী করেন তিনি। মজার ব্যাপার হলো, এর আগে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়েও এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন বাসিত। কিন্তু মাঠে দেখা গেছে তার কথার বিপরীত। পাকিস্তানকে ধবলধোলাই করে ছেড়েছে বাংলাদেশ। যে কারণে, বাসিতের এবারের ভবিষ্যদ্বাণী নিয়ে অনেকে হাসি-তামাশায় মজতে পারেন। কিন্তু পাকিস্তান সিরিজের ভবিষ্যৎদ্বাণী বাস্তবতার মুখ না দেখলেও এবার আত্মবিশ্বাসী বাসিত। বাংলাদেশের হারের কারণ হিসেবে বাসিত ভারতের বোলিং আক্রমণের কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে এটি বলেছিলাম। আমি আবারও বলবো, শুধুমাত্র বৃষ্টিই বাংলাদেশকে হার থেকে বাঁচাতে পারে। গতবার পাকিস্তান আমাকে ভুল প্রমাণ করেছে। আজ আমি বাসিত আলি আমার কথায় অটল।’ বাসিত আলি ভারতের তিন পেসার আক্রমণের প্রশংসা করেন। জাসপ্রিত বুমরাহ, আকাশ দিপ ও মোহাম্মদ সিরাজের নাম উল্লেখ করেন তিনি। বাসিত বলেন, ‘বুমরাহ, সিরাজ, আকাশ... এই পাঁচ বোলারই ২০ উইকেট নেওয়ার জন্য যথেষ্ট। এখানে গম্ভীরের ভূমিকা রাখার দরকার নেই। বাংলাদেশকে সুযোগ দিন এবং তাদের খেলা খেলতে দিন। চতুর্থ এবং পঞ্চম দিনে পিচ পরিবর্তন হয়ে যাবে।’ এমনটি বাসিত আলি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কৌশলের সমালোচনাও করেছেন। হাসান মাহমুদকে কেন এত বেশি বোলিং করানো হচ্ছে, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক তারকা। বাসিত আলি বলেন, ‘শান্ত ভুল করেছে। হাসান চার উইকেট নেওয়ার মানে এই নয় যে, আপনি তাকে এত ওভার বোলিং করাবেন। তাকে (হাসান) বিশ্রাম দেওয়া এবং স্পিনারদের দিয়ে বোলিং করানো উচিত ছিল। সে (শান্ত) হাসানকে দিয়ে বোলিং করাচ্ছে পাঁচ উইকেট পাওয়ার জন্য। তবে বিশ্রাম তাকে (হাসান) আরও ভালো পারফরম্যান্সে সহায়তা করতে পারে।’ 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য