ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশে অনিবন্ধিত কারখানা প্রতিষ্ঠান প্রায় দেড় লাখ ডিআরইউতে জনশক্তি রফতানিকারকদের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকছে রাজস্ব বোর্ড বিলুপ্তির কারণে অচলাবস্থা নিরসনের দাবি সিএন্ডএফ এসোসিয়েশনের রাখাইনে করিডোর নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে- কাদের গনি চৌধুরী ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির এস আলমসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন রপ্তানি বহুমুখীকরণে নানা বাধা, বিপর্যয়ের শঙ্কা পাকিস্তানের হামলায় ভারতের সীমান্তে ১০ হাজারেরও বেশি বাড়ি ধ্বংস ক্যানসারে আক্রান্ত বাইডেন গাজায় আরও দেড় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেয়ার খবর সত্য নয়: মার্কিন দূতাবাস আলোচনায় বসবে পাকিস্তান, চীন ও আফগানিস্তান রিয়াল বেতিসের বিপক্ষে দাপুটে জয় পেলো অ্যাতলেতিকো সেভিয়ার সাথে জয় পেলো রিয়াল ভিয়ারিয়ালের কাছে হারের স্বাদ পেলো বার্সা আইপিএলে ডাক পেলেন মুজারাবানি এশিয়া কাপে থেকে নাম প্রত্যাহারের খবর অস্বীকার করলো বিসিসিআই পিএসএল খেলার জন্য এনওসি পেলেন মিরাজ এবার লাহোরে ডাক পেলেন মিরাজ

পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম-লোগো

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ০৩:৩৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ০৩:৩৪:৩৯ অপরাহ্ন
পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম-লোগো

ইমেজ ফেরাতে জেলা-মেট্রোপলিটন পুলিশের এই পরিবর্তন আন হচ্ছে
কাজে ফিরলেও পুরোপুরি স্বাভাবিক
ভূমিকায় নেই পুলিশ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অযাচিত বলপ্রয়োগের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশের ভূমিকায় ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় ছাত্র-জনতা। এসময় সংঘাতে মৃত্যু হয় ৪৪ পুলিশ সদস্যের। বেশ কয়েকদিন বন্ধ ছিল পুলিশ ও থানার কার্যক্রম। এরপর কাজে ফিরলেও এখনো পুরোপুরি স্বাভাবিক ভূমিকায় নেই পুলিশ।
পরবর্তীসময়ে পুলিশ বাহিনীর ইমেজ ফেরাতে সিদ্ধান্ত নেয়া হয় ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের। পুলিশ সদরদফতর সূত্রে জানা যায়, পুলিশের প্রায় ১২টি ইউনিটের মধ্যে শুধু জেলা এবং মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে। এখন পর্যন্ত পুলিশের নতুন ইউনিফর্মের জন্য ৬টি রং ও ১০টি লোগো শর্টলিস্ট করা হয়েছে। ইউনিফর্মে হালকা ধূসর (লাইট গ্রে) অথবা হালকা নীল (লাইট ব্লু) নির্ধারণের সম্ভাবনা বেশি বলে জানা যায়। তবে এখন পর্যন্ত ইউনিফর্মের কোনো রং চূড়ান্ত করা হয়নি।
ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের জন্য গঠিত কমিটি সূত্রে জানা যায়, পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে গঠিত কমিটি কয়েকটি মিটিং করেছে। মিটিংয়ে গঠিত কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা যায়, ইউনিফর্ম পরিবর্তনের ক্ষেত্রে ইউনিফর্মের রং কী হবে তা নিয়ে আলোচনা হয়। প্রাথমিকভাবে অনেকগুলো রঙের বিষয়ে আলোচনা করলেও শেষ পর্যন্ত ৬টি রং শর্টলিস্ট করা হয়েছে। রং চূড়ান্তের ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে অন্য বাহিনীর ইউনিফর্মের রংও। যেন পুলিশের নতুন পোশাকের রং দেশে থাকা অন্য কোনো বাহিনীর ইউনিফর্মের রঙের সঙ্গে না মিলে যায়। এসব বিষয় বিবেচনা করে রং চূড়ান্ত করার বিষয়ে কাজ চলমান।
কমিটি সূত্রে জানা যায়, পুলিশের পোশাকের বাছাই করা রঙের মধ্যে রয়েছে হালকা নীল, হালকা ধূসর ও হালকা সবুজ। তবে হালকা ধূসর ও হালকা নীলের মধ্যে অনেকগুলো ডিজাইন এবং নীলের ওপরেও বেশ কয়েকটি রং দেখা হয়েছে। রং চূড়ান্ত করার ক্ষেত্রে হালকা রঙের ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।
ইউনিফর্মের রং চূড়ান্তের পর সেই অনুযায়ী কাপড় বানানো হবে। কাপড় বানানোর পর সেটি পরীক্ষা করে দেখা হবে দেশের পরিবেশ ও সব ধরনের আবহাওয়ার সঙ্গে মানানসই কি না, পাশাপাশি কাপড়ের মানও যাচাই করা হবে। কাপড় পরীক্ষায় আরও দেখা হবে নতুন ইউনিফর্মের রং বাহিনীর জন্য উপযুক্ত কি না এবং সদস্যরা সেই পোশাক পরে আরামদায়ক অনুভব করবেন কি না। ইউনিফর্মের রং চূড়ান্ত হওয়ার পর ব্যাচ ডিজাইন ও রং চূড়ান্ত হবে। ইউনিফর্ম চূড়ান্ত করা রঙের সঙ্গে সমন্বয় রেখে চূড়ান্ত হবে ব্যাচ রং।
কমিটি সূত্রে জানা যায়, যেহেতু ইউনিফর্মের রং এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি, সেক্ষেত্রে কমিটি এখনই ইউনিফর্মের ডিজাইন চূড়ান্ত করতে পারছে না। এরই মধ্যে বেশ কয়েকটি ডিজাইন দেখা হয়েছে। তবে এসব ডিজাইন এখনই চূড়ান্ত হবে কি না সে সিদ্ধান্ত নেয়া হয়নি। রং চূড়ান্ত হওয়ার পর ডিজাইন চূড়ান্ত করা হবে। ইউনিফর্মের ক্যামোফ্লাজ (যে কোনো কিছুর রঙিন বর্ণের ব্যবহারের মাধ্যমে ভিন্ন রূপ দিয়ে আড়াল করে রাখা) হবে নাকি প্লেন ডিজাইনের হবে সে বিষয়েও সিদ্ধান্ত হয়নি। ইউনিফর্মের রং চূড়ান্ত হওয়ার পর কেমন ডিজাইন হবে তা চূড়ান্ত করা হবে।
গঠিত কমিটি সূত্রে জানা যায়, পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের পাশাপাশি বাহিনীটির লোগো পরিবর্তনের জন্যও দাবি উঠেছে। লোগো পরিবর্তনের জন্যও পুরোদমে কাজ করছে এ কমিটি। কমিটির একটি মিটিংয়ে ৪০টির মতো লোগো নিয়ে আলোচনা হয়। পুলিশের বিভিন্ন পর্যায় থেকে এই ৪০টি লোগো কমিটির কাছে আসে। ৪০টি লোগোর মধ্যে ১০টি শর্টলিস্ট করা হয়েছে।
ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে গঠিত কমিটির সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, ইউনিফর্ম-লোগোর বিষয়ে আমাদের মিটিং হয়েছে। ডিএমপির ইউনিফর্ম ও লোগো পরিবর্তন হবে। সামনে আরও কয়েকটি মিটিং রয়েছে সেখানে সবগুলো বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে। ইউনিফর্মের সঙ্গে ম্যাচ করে লোগো, ব্যাজ ও বেল্ট পরিবর্তন করা হবে। তিনি বলেন, ঢাকা শহরের পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ইউনিফর্ম চূড়ান্তের কাজ চলমান। যাতে ডিএমপির সব সদস্য ইউনিফর্ম পরে আরামদায়ক বোধ করেন।
ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে গঠিত কমিটির সভাপতি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) মোহাম্মদ আতাউল কিবরিয়া বলেন, পুলিশ বাহিনীর জন্য ভালো মানের ও আরামদায়ক ইউনিফর্ম বাছাইয়ের কাজ চলছে। র‌্যাব, এপিবিএন ও এসপিবিএনসহ কিছু ইউনিটের ইউনিফর্ম অপরিবর্তিত থাকবে। তবে জেলা ও মেট্রোপলিটনের ইউনিফর্ম পরিবর্তন হবে। পাশাপাশি লোগোও পরিবর্তন হবে। আমরা চেষ্টা করছি পুলিশের ইউনিফর্ম ও লোগো যেন আধুনিক বিশ্বের পুলিশ বাহিনীর মতো হয়।
এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেন, পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের জন্য কমিটি গঠন করেছি। পুলিশের ইউনিফর্ম পরিবর্তন কীভাবে করা যায় সেজন্য কমিটি কাজ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে নতুন ইউনিফর্ম চূড়ান্ত করে সেটি বাস্তবায়ন করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির

ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির