ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব ষড়যন্ত্রের বেড়াজালে বিএনপি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কনটেইনারের স্তূপ উত্তরা বিআরটিএ অফিসে প্রকাশ্যে চলছে ঘুষ দুর্নীতি ও জাল-জালিয়াতি প্রকল্পের টাকায় চলছে মেট্রোরেল পঞ্চগড়ের বোদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রীপুর পৌর বিএনপির আয়োজনে বিশাল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ১২ জন আইনজীবীর জামিন নামঞ্জুর নোবিপ্রবি শব্দকুটির আয়োজিত নজরুল প্রয়াণ দিবস পালিত পঞ্চগড়ের আলোচিত রফিকুল হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার চিলমারী দীঘলকান্দি আশ্রয়ণের মালামাল লুটপাট পোরশায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‌্যালিও পরিছন্নতা অভিযান জনসম্পৃক্তহীন যারা তারাই পিআর পদ্ধতি চায় : এলডিপি মহাসচিব বেগমগঞ্জে বালিকা মাদ্রাসায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি কলাপাড়ায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ মীরসরাইয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশে ১০৪ কিমি. সড়কে মৃত্যুফাঁদ পাইকগাছায় শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আদমদীঘিতে ন্যায্যমূল্যে ওএমএসের আটা বিক্রি উদ্বোধন

ঈদগাঁওতে চলছে উপজেলা নির্বাচনের প্রচারণা

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৪ ০৫:৩৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৪ ০৫:৩৬:৫৪ অপরাহ্ন
ঈদগাঁওতে চলছে উপজেলা নির্বাচনের প্রচারণা
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
ঈদগাঁও উপজেলার প্রথম নির্বাচন ২১ মেএটি জেলার নবম উপজেলাতবে মনোনয়ন দাখিলকারীদের মধ্যে তিনজন নির্বাচন থেকে তাদের প্রার্থীরা প্রত্যাহার করে নিয়েছেনএদের মধ্যে দুইজন চেয়ারম্যান প্রার্থী এবং একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীমনোনয়ন প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীরা হলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম, মমতাজুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন ঈদগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল হক রুবেলএকই পদে জামায়াত সমর্থিত অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন সহকর্মীর ঋণের জামিনদার হওয়ায় বাছাইয়ে অবৈধ ঘোষিত হনপরে মনোনয়নপত্র প্রত্যাহারের একদিন আগে ২৯ এপ্রিল তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে নিশ্চিত করেছেনউপজেলা নিবার্চনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ বরাবরে ৩০ এপ্রিল তারা মনোনয়ন প্রত্যাহারের আবেদন দেনমনোনয়নপত্র প্রত্যাহার করা এম, মমতাজুল ইসলাম ও আজিজুল হক রুবেল পৃথক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেনতারা জানান, তাদের আদর্শের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির গৃহীত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেছেনঅপর চেয়ারম্যান প্রার্থী ইমরুল হাসান রাশেদ এক ফেসবুক স্ট্যাটাসে জানান, পারিবারিক সিদ্ধান্ত ও রাজনৈতিক কারণে তিনি এ নির্বাচনে থাকছেন নাভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মমতাজ তার আদর্শের রাজনৈতিক দল জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে নির্বাচন বর্জন করছেন বলে জানানএদিকে মনোনয়ন দাখিলকারিদের মধ্যে বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ করা হয়েছেজেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে সকালে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশতিনি ঈদগাঁও, চকোরিয়া ও পেকুয়া উপজেলার রিটার্নিং কর্মকর্তাজেলা প্রশাসন প্রতীক বরাদ্দ কার্যক্রমের আয়োজন করেএ সময় ঈদগাঁও উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, জেলা নির্বাচন কর্মকর্তা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনঘোষিত তফসিল থেকে জানা যায়, ইভিএমে এ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ২১ মেউল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঈদগাঁও উপজেলা নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছেঈদগাঁও উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আহমদ করিম শিকদার জানান, এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনমহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী রেহেনা আকতার জানান, লটারির মাধ্যমে তিনি ফুটবল প্রতীক পেয়েছেনফুটবল প্রতীকের অপর দাবিদার ছিলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হামিদা তাহেরনির্ধারিত দিনে চেয়ারম্যান পদে ২ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন দিয়েছেনএদিকে প্রতীক পাওয়ার পরপরই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে নির্বাচনী এলাকায় মাইকিং ও প্রচার কার্যক্রম শুরু হয়েছেচেয়ারম্যান পদপ্রার্থী ও টেলিফোন প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবু তালেব জানান, প্রতীক বরাদ্দের পরপরই তিনি প্রচারণায় নেমে পড়েছেন

 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব