ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
৬ দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ কয়েকটি সংশোধনী অবৈধ ঘোষণার রায় প্রকাশ রাজধানীতে মহা-শোডাউনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপোতে সংঘবদ্ধ সিন্ডিকেট ১১৯ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন সাংবাদিক দম্পতি শাকিল-রুপার গ্রেফতারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩ মৃত্যু ৪২৫ হাসপাতালে ভর্তি দুই শতাধিক এনবিআর কর্মকর্তার ক্ষমা প্রার্থনা শৃঙ্খলায় ফেরার ইঙ্গিত ৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সরকার-উপদেষ্টা যারা পিআর চায় তারা আ’লীগকে ফেরাতে চায় : দুদু যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক চূড়ান্ত না-অর্থ উপদেষ্টা বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ভাবমূর্তি পুনরুদ্ধারে এটাই সুযোগ-সিইসি রাঙামাটিতে টানা বৃষ্টি বাড়ছে পাহাড় ধসের শঙ্কা কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম দুর্ভোগে লক্ষাধিক মানুষ জেলায় জেলায় বন্যা জনদুর্ভোগ প্রশাসনিক স্থবিরতার কারণে ‘মব’ বৃদ্ধি পাচ্ছে-রিজভী প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, দুই নাইজেরিয়ানসহ গ্রেফতার ৩ গোলামি থেকে মুক্তি পেয়েছি, আগামীতে রাষ্ট্র বিনির্মাণ করবো- নাহিদ

প্রোটিয়াদের হারিয়ে আফগানিস্তানের ঐতিহাসিক জয়

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ১২:৪৬:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১২:৪৬:৪৪ পূর্বাহ্ন
প্রোটিয়াদের হারিয়ে আফগানিস্তানের ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক
বোলারদের অসাধারন নৈপুন্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম আন্তর্জাতিক জয়ের স্বাদ পেল আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানে গুটিয়ে দিয়ে ১৪৪ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় আফগানিস্তান। তৃতীয়বারের মত ওয়ানডেতে মুখোমুখি হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সূচনা করলো আফগানরা। টি-টোয়েন্টিতে তিনবারের দেখায় প্রোটিয়াদের বিপক্ষে কোন জয় নেই আফগানিস্তানের। এখনও টেস্ট ফরম্যাটে কোন ম্যাচ খেলেনি দু’দল। শারজাহতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের দুই বোলার ফজলহক ফারুকি ও আল্লাহ মোহাম্মদ গাজানফারের তোপের মুখে পড়ে ১০ ওভারে ৩৬ রানে ৭ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে প্রথম ১০ ওভারে এটিই সর্বনিন্ম স্কোর দক্ষিণ আফ্রিকার। পেসার ফারুকি ও অফ-স্পিনার গাজানফার সমান ৩টি করে উইকেট নেন। ৫০ রানের নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়া দক্ষিণ আফ্রিকাকে লজ্জার হাত থেকে রক্ষা করেন ওয়াইন মুল্ডার। অষ্টম উইকেটে বির্জন ফরচুনকে নিয়ে ৩৯ এবং নবম উইকেটে নান্দ্রে বার্গারের সাথে ৩০ রানের জুটি গড়েন মুল্ডার। এই জুটির কল্যাণেই ১শ রানের কোটা পার করে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ৩৩.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে এটি নবম ও আফগানিস্তানের বিপক্ষে সর্বনিন্ম রান দক্ষিণ আফ্রিকার। ফরচুন ১৬ ও বার্গার ১ রান করলেও সাত নম্বরে নেমে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন মুল্ডার। ৫টি চার ও ১টি ছক্কায় ৮৪ বলে ৫২ রান করে ফারুকির চতুর্থ শিকার হন মুল্ডার। আফগানিস্তানের ফারুকি ৩৫ রানে ৪টি ও গাজানফার ২০ রানে ৩ উইকেট নেন। শেষ দিকে দক্ষিণ আফ্রিকার ২ উইকেট শিকার করেন স্পিনার রশিদ খান। এ ম্যাচে আফগানিস্তানের তৃতীয় পেসার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১শ উইকেট নেন ফারুকি। ১০৭ রানের টার্গেটে প্রথম ওভারে প্রথম এবং ১৫ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান। এরপর ৬০ রানে চতুর্থ উইকেট পতন হলেও, পঞ্চম উইকেটে ৪৮ বলে ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৪৪ বল বাকী থাকতে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন আজমতুল্লাহ ওমারজাই ও গুলবাদিন নাইব। ওমারজাই ২৫ ও নাইব ৩৪ রানে অপরাজিত থাকেন। ফরচুন ২২ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন ফারুকি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আজ একই ভেন্যুতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে আফগানিস্তান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজধানীতে মহা-শোডাউনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত

রাজধানীতে মহা-শোডাউনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত