স্পোর্টস ডেস্ক
ক্ষিপ্র গতির বোলিং, ভড়কে যাওয়া ব্যাটার, একের পর এক উইকেট শিকার। ইয়ান বিশপ ছিলেন এমনই এক ক্ষুরধার বোলার। যার ফাস্ট বোলিং মুগ্ধ করেছে নব্বই দশকের ক্রিকেট দুনিয়াকে। এবার সেই বিশপ মুগ্ধ বাংলাদেশের হাসান মাহমুদে। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি হাসানের বোলিং দেখে বললেন, ‘লাভলি টু সি’। চেন্নাই টেস্টে ভারতের কঠিন পরীক্ষা নিচ্ছেন হাসান মাহমুদ। প্রথম সেশনেই হাসান শিকার করেন ভারতের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলিকে সাজঘরে ফিরিয়েও ক্ষান্ত হননি। লাঞ্চের পরপরই শিকার করেন রিশভ পান্টের গুরুত্বপূর্ণ উইকেটটাও। ক্যারিয়ারের মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা ২৪ বছর বয়সী এই তরুণ যেভাবে নাকানিচুবানি খাওয়াচ্ছেন ভারতকে, তাতে মুগ্ধ না হয়ে উপায় নেই। ইয়ান বিশপের মতো কিংবদন্তিও তাই প্রশংসায় ভাসালেন হাসানকে। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘হাসান মাহমুদ একদম সঠিক লেন্থে বল করছে। ফুল ইনাফ উইদআউট ওভার পিচিং। লাভলি টু সি।’ এর আগে হাসানের প্রশংসায় মাততে দেখা যায় ভারতের প্রখ্যাত ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলেকে। তিনি বলেছেন, ‘বাংলাদেশের জন্য ভালো একটা টস জয়। এখন পর্যন্ত এর পূর্ণ সুবিধা আদায় করেছে বাংলাদেশ। তবে কে ভেবেছিল, চেন্নাইয়ে এসে খেলতে নেমে এমন কন্ডিশন দেখা যাবে?’ হাসানের প্রশংসা করে হার্শা আরও লিখেন, ‘হাসান মাহমুদের বোলিং মনোমুগ্ধকর। এই কন্ডিশনে সে পারফেক্ট বোলার। ঠিকঠাক গতি আর দুইদিকেই বল ঘুরানোর সামর্থ্য আছে। দেখা যাক এই ব্যাপারটা কতক্ষণ টিকে থাকে।’
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
