ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

রাজস্ব দেয় না ঢাকার ৯৩ শতাংশ লাইসেন্সবিহীন রেস্তোরাঁ

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৪ ০১:৫৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৪ ০১:৫৬:০৯ অপরাহ্ন
রাজস্ব দেয় না ঢাকার ৯৩ শতাংশ লাইসেন্সবিহীন রেস্তোরাঁ রাজস্ব দেয় না ঢাকার ৯৩ শতাংশ লাইসেন্সবিহীন রেস্তোরাঁ

স্টাফ রিপোর্টার
দেশে ছোট-বড় মিলিয়ে হোটেল-রেস্তোরাঁর সংখ্যা প্রায় সাড়ে ৪ লাখআর রাজধানীতে রেস্তোরাঁর সংখ্যা প্রায় ৩০ হাজারএরমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন থেকে লাইসেন্স নেয়া রেস্তোরাঁর সংখ্যা মাত্র ২ হাজার ১৩৬টিরাজধানীর ৯৩ শতাংশ লাইসেন্সবিহীন রেস্তোরাঁ থেকে কোনো রাজস্ব পায় না সিটি করপোরেশনরাজধানীর দুই সিটিতে প্রতিদিন গড়ে প্রায় সাত হাজার টন বর্জ্য তৈরি হয়যার অর্ধেকের বেশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৭-১৮ সালে ঢাকা উত্তর সিটিতেই বর্জ্যের পরিমাণ বেড়েছে প্রায় ২২ ভাগবিপুল এই বর্জ্যের একটি বড় অংশ আসে রাজধানীর রেস্তোরাঁগুলো থেকেউত্তর সিটির তথ্য বলছে, সংস্থাটি থেকে লাইসেন্স নেয়া রেস্তোরাঁর সংখ্যা মাত্র ১ হাজার ১০৫টিঅন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে লাইসেন্স নেয়া রেস্তোরাঁর সংখ্যা ১ হাজার ৩১টিএসব রেস্তোরাঁ থেকে নিয়মিত রাজস্ব পায় ঢাকার দুই সিটি করপোরেশনঅথচ রাজধানীতে মোট রেস্তোরাঁর সংখ্যা প্রায় ৩০ হাজারবাকি লাইসেন্সবিহীন রেস্তোরাঁগুলো থেকে কোনো রাজস্ব পায় না কর্তৃপক্ষউল্টো এসব রেস্তোরাঁর বর্জ্য অপসারণ করতে হয় সিটি করপোরেশনকেইযা তাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে
ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, খাবারের দোকান হলো, ময়লা ফেললোসেই ময়লা তো আমাদেরকে পরিষ্কার করতে হচ্ছে, কিন্তু সে কোনো ট্যাক্স দিলো নাট্যাক্স দেবে না অথচ ময়লা আমাদেরকে ফেলতে হবে, এটা তো হতে পারে নাবাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২১ সালে দেশের রেস্তোরাঁ খাত নিয়ে একটি জরিপ করেজরিপে দেখা যায়, ২০২১ সালে দেশে মোট হোটেল ও রেস্তোরাঁ ছিল ৪ লাখ ৩৬ হাজার ২৭৪টিএক দশকের ব্যবধানে এই সংখ্যা বেড়েছে ৫৮ শতাংশের বেশিতবে অবাক করা তথ্য হচ্ছে, বর্তমানে রাজধানীতে যেসব রেস্তোরাঁ রয়েছে তার ৯৩ শতাংশই অবৈধডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আমাদের অভিযান অব্যাহত আছে, সামনেও থাকবেঅভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে, যেসব ভুল-ত্রুটি আছে সেগুলো যেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ দ্রুত নিরসন করেখোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর অবৈধ রেস্তোরাঁগুলো সরকারি বিভিন্ন দফতরকে ম্যানেজ করে চলেবিশেষজ্ঞরা বলছেন, বড় কোনো দুর্ঘটনা ঘটলেই নিয়মবহির্ভূতভাবে গড়ে ওঠা এসব রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযানে নামে প্রশাসনআর এ কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, এখন তো অলিগলিতে রেস্তোরাঁ হয়ে গেছেতাদেরকে কীভাবে শৃঙ্খলার মধ্যে আনা যায় সে বিষয়ে আমরা কাজ করবোআমরা চাই, রেস্তোরাঁ মালিক সমিতির ছাড়পত্র ছাড়া কেউ যেন ব্যবসা করতে না পারেতিনি আরও জানান, অবৈধ রেস্তোরাঁ মালিকদের আইনের আওতায় আনা উচিতএছাড়া এসব রেস্তোরাঁর বিরুদ্ধে সরকারি সংস্থাগুলোকে ব্যবস্থা নিতে হবেনগর পরিকল্পনাবিদ ড. আকতার মাহমুদ বলেন, লাইসেন্সবিহীন রেস্তোরাঁগুলো থেকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশনশুধু তাই নয় অনুমোদনহীন এসব রেস্তোরাঁ সিটি করপোরেশনের কার্যক্রমকে প্রশ্নের মুখে ফেলছেতাই যত দ্রুত সম্ভব রেস্তোরাঁগুলোকে নীতিমালার মধ্যে নিয়ে আসতে হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য