ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ধর্ষণ মামলার আসামি আবুল হাসান গ্রেফতার কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর সর্দি-জ্বরে জর্জরিত দেশ আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত কিশোরগঞ্জ ভেঙে বাজিতপুরকে জেলায় রূপান্তরের দাবি প্রতিবন্ধী বিদ্যালয় অনুমোদনে চরম অনিয়ম আউটসোর্সিং খাতের নীতিমালা সংশোধনের দাবি চট্টগ্রাম-কক্সবাজার রুটে বদলে যাচ্ছে ট্রেনের সময় কার্যকর ১০ আগস্ট ফেনীতে হাসিনা-নিজাম হাজারীসহ ২২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট মৌলভীবাজারে সেপটিক ট্যাংকে নেমে যুবকের মৃত্যু ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে রোগীর সঙ্গে প্রতারণায় আটক ২ ১০ দিনে বাসার দখল নিতে হবে সরকারি চাকরিজীবীদের থানায় ঢুকে ‘মব’ সৃষ্টি : তিনজন কারাগারে গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায়-উপদেষ্টা নওগাঁয় হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন নওগাঁ সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশ ইন সংঘবদ্ধ চক্রের হাতে জিম্মি ডেসটিনি সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগ প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করবে : ঢাকা চেম্বার সার কারখানা চালু রাখতে বন্ধ করতে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র

অশ্বিন-জাদেজার ব্যাটে উজ্জ্বল ভারতের স্কোরবোর্ড

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ১২:৪৫:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১২:৪৫:৩০ পূর্বাহ্ন
অশ্বিন-জাদেজার ব্যাটে উজ্জ্বল ভারতের স্কোরবোর্ড
স্পোর্টস ডেস্ক
চেন্নাই টেস্টের প্রথম দুই সেশন নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও দিনের শেষ সেশনে ভারত প্রতিরোধ গড়ে তোলে। বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে ৭ম উইকেট জুটিতে রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা মিলে ভারতের সংগ্রহ টেনে নিয়ে যান তিনশোর ঘরে। ১৪৪ রানে ৬ উইকেট হারানো ভারত প্রথম দিনের খেলা শেষ করেছে আর কোনো উইকেট না হারিয়ে। শুরুর বিপর্যয় সামলে স্বাগতিকরা ৮০ ওভার ব্যাট করে তুলেছে ৩৩৯ রান। ঐতিহাসিক সেঞ্চুরি হাঁকিয়ে অশ্বিন অপরাজিত ১০২ রানে। জাদেজাও আছেন শতকের খুব কাছে। চা বিরতি পর্যন্ত ৪৮ ওভারে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৭৬ রান। এখান থেকে গত দিনের খেলা শেষে ভারতের রান ৬ উইকেটে ৩৩৯। বাংলাদেশের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে স্বাগতিকরা দিনের প্রথম দুই সেশনে হারায় ৬ উইকেট। কিন্তু বিকালের সেশনে প্রতিরোধ গড়ে ভারতকে লড়াইয়ে রাখেন অশ্বিন-জাদেজা জুটি। ১৪৪ রানে ষষ্ঠ উইকেট পতনের পর ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভারতকে টেনে নিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজা। ৮০ ওভার শেষে ভারতের রান ৬ উইকেটে ৩৩৯। অশ্বিন ১০২, জাদেজা ৮৬ রানে ব্যাট করছেন। শেষ সেশনে খেলা হয়েছে ৩২ ওভার, ভারত রান জমা করেছে আরও ১৬৩। টসে জিতে বোলিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই অবশ্য পায় একের পর এক সাফল্য। রোহিত-কোহলিদের নিয়ে ছেলেখেলায় মেতে উঠেছিলেন তরুণ পেসার হাসান মাহমুদ। সকালের শুরুর ঘন্টাতেই রোহিত-গিল-কোহলিকে ফিরিয়ে ম্যাচটা বাংলাদেশের পক্ষে নিয়ে আসেন। কিছুক্ষণ অপেক্ষা করে লাঞ্চ বিরতির পর তুলে নেন রিশাব পান্টের উইকেটও। ইনিংসের ৫৩ তম ওভারে নিজের প্রথম বল করতে আসেন সাকিব আল হাসান। প্রথম ডেলিভারিতেই হজম করেন বাউন্ডারি, এক বল পর অশ্বিন হাঁকান ছক্কা। সাকিব এরপর উইকেটের দেখা না পেলেও রান খরচ করে গেছেন ৬ ইকোনমির বেশিতে। জাদেজা-অশ্বিন জুটির দেড়শত রান পূরণ হয় ১৭৫ বলে। চাপ সামলে ওয়ানডে স্টাইলে রান করছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ১০১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে অশ্বিন পান তার ১৫ তম পঞ্চাশের দেখা। ফিফটি পূর্ণ করেছেন জাদেজাও, যা তার ক্যারিয়ারের ২১ নম্বর। ইনিংসের ৭৩ ওভারে অশ্বিনের ছক্কায় ৩০০ পার করল ভারত। এক সময় যেখানে ২০০’তে গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল ভারতের। ১০৮ বলে টেস্ট ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরির দেখা পেলেন অশ্বিন। ঘরের মাঠে টেস্টে টানা দ্বিতীয় সেঞ্চুরি অশ্বিনের।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য