ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে গ্রেফতার ১১ গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ভূমিদস্যু ও জালিয়াতি সম্রাট আসলামের অবৈধ কর্মকাণ্ডে গোপন তদন্ত শুরু ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি প্রধান আসামির মৃত্যুদণ্ড সহযোগীর পাঁচ বছর কারাদণ্ড জটিল রোগে ৩ লাখ টাকা পাবেন সরকারি কর্মচারীরা আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালের বিচার শুরু

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের বিক্ষোভ সমাবেশ

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ১০:১০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১২:০৪:৫৫ পূর্বাহ্ন
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের বিক্ষোভ সমাবেশ গতকাল জাতীয় প্রেসক্লাব চত্বরে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের বার বার নির্বাচিত সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শওকত মাহমুদ
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক ও খ্যাতিমান ছড়াকার আবু সালেহের সভাপতিত্বে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ শওকত মাহমুদ বলেন, ইউনিয়নের ভিন্ন মত লালন করা হচ্ছে না। ন্যায্য দাবি আদায়ে আইনের আশ্রয় নেয়ায় জুঁইয়ের সদস্যপদ কেড়ে নেয়া হয়। জুঁই, শফিকসহ যাদের সদস্যপদ কেড়ে নেয়া হয়েছে, তাদের সদস্যপদ  ফেরত দিতে হবে। ইউনিয়নকে অসাংবাদিকমুক্ত করতে হবে। জাতীয় প্রেস ক্লাবকে গঠনতন্ত্র মোতাবেক পরিচালনা করতে হবে। আমরা চাই সকল পেশাদার সাংবাদিককে সদস্যপদ দেয়া  হোক। ইতোমধ্যে কিছু অসাংবাদিককে গঠনতন্ত্র লঙ্ঘনের মাধ্যমে সদস্যপদ দেয়া হয়েছে। একটি রাজনৈতিক দল চর দখলের মতো সাংবাদিক সংগঠনগুলো নিয়ন্ত্রণের অপচেষ্টা চালাচ্ছে। সমাবেশের সব বক্তা জাতীয়তাবাদী সাংবাদিক  ফোরামের পতাকাতলে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়া আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক নওরোজ সম্পাদক সামছুল হক দুররানী, দৈনিক আমাদের বাংলার মিজানুর রহমান চৌধুরী, বিএফইউজের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শাহীন চৌধুরী, সাবেক সহকারী মহাসচিব কাজিম রেজা, সাবেক কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, আব্দুল গাফফার মাহমুদ, তারিফ রহমান,  দৈনিক ইনকিলাবের সাবেক ইউনিট চিফ ওমর ফারুক আল হাদী, ডিইউজের সিনিয়র সদস্য মর্তূজা সাঈদ টিসু, নির্যাতিত সাংবাদিক নেত্রী জেসমিন জুঁই, সাখাওায়ত ইবনে মঈন চৌধুরী, মো. জাকির  হোসেন, নাসির উদ্দিন সিদ্দিকী, জাকির মাজি, জালাল উদ্দিন প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স