ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ

হাজারিবাগে বিএনপি নেতা হুমায়ুনের তাণ্ডব

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ১১:০২:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ১১:০২:৪৪ পূর্বাহ্ন
হাজারিবাগে বিএনপি নেতা হুমায়ুনের তাণ্ডব
রাজধানীর হাজারিবাগে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত ১৪ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বিগত ৫/৮/২০২৪ ইং তারিখে আওয়ামী লীগ পতনের পর নিজের আধিপত্য বিস্তারের জন্য লুটতরাজ ও ধ্বংসাত্মক তাণ্ডব চালিয়েছেন, তিনি আলী এন্ড নূর সম্পত্তিটি দেখিয়ে সোনালী ব্যাংক সাতমসজিদ রোড ঢাকা নিকট হতে লোন নেয়  যা পরবর্তীতে ঋণ খেলাপি হিসেবে অর্থজারী ঋণ আদালতে ঋণ গ্রহীতাদের  বিরুদ্ধে  ব্যাংক মামলা মোকদ্দমা করে যা বর্তমানে আলী এন্ড  নূর এর মালিকানা ও ব্যাংক কিসের ভিত্তিতে ঋণ প্রদান করল এই বিষয়টি নিয়ে আলী এন্ড  নুর কিভাবে এই সম্পত্তিটি মকবুল থেকে গ্রহণ করলেন এই বিষয় নিয়ে আদালতে মামলা চলমান। উক্ত  মামলা ও প্রশাসনিক  বিভিন্ন স্তরের বিভাগীয় জটিলতা গুলিকেও আড়াল করে সেটাকে দলীয়করণ দেখিয়ে অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়েছেন পারিবারিকভাবে এরকম মনোভাব কর্মী সমর্থকদের দেখিয়ে হামলা করে বাদী স্থানীয় বাসিন্দা মো. অলিউর রহমান গংদের সম্পত্তি এবং আদালতে চলমান সকল মামলা মোকদ্দমা সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত  দুজনকে আহত করেছেন।   সুত্রে  জানা যায়, ভূমিদস্যু ও সন্ত্রাসী হুমায়ুন পুনরায় জবর দখল করার চেষ্টা করছেন ইতিপূর্বে বিগত ৩১/৩/২০২৩ ইং তারিখেও একটি নারকীয় হামলা সংঘটিত করে তার নিজ দলের কিছু সুবিধাভোগী নেতাকর্মীদের নিয়ে এবং তৎকালীন আওয়ামী লীগের ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতা হাজী মো. রাসেল, ইসরাফিল হোসেন মামুন, আমজাদ সরদার, আলাউদ্দিন সরদার, আজাদ আহমেদ ভুট্টু, সহ স্থানীয় সন্ত্রাসী ও কিশোর গং পরিচালনাকার  সিদ্দিক ম্যানেজার ও তার ছেলে প্রিন্স পারভেজের নেতৃত্বে তাদের সমস্ত দায়িত্বরত অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়েও বাদী মো. অলিউর রহমান এর উওর সোনাটেঙ্গরে মৌজায় অবস্থিত জমিদারি বিলাস নামক বাড়িতে, তাদের দানকৃত অনত্র্য জমিতে  নির্মানাধীন তাহেরুনন্নেসা জামে মসজিদে অবকাঠামোগত উন্নয়নে ক্ষতিগ্রস্ত করা সহ আমাদের অন্যান্য দাগের জমির স্থাপনায় এবং আমাদের মালিকানাধীন প্লটের  ভাড়াটিয়াদের  জানমালের উপরও হামলা চালায় ও ব্যাপক লুটতরাজ চালায়। মামলাতেও বেশ কিছু দিন ওয়ারেন্ট  ভুক্ত আসামী থাকাবস্থায় বেশ কিছু  দিন আগে জেল খেটেছেন এবং বর্তমানে তিনি জামিনে আছেন। উক্ত হামলার বিষয়ে তৎকালীন ডিএমপির কমিশনার গোলাম ফারুক বরাবর একটি অভিযোগ পত্র জমা দিলে পরবর্তীতে সেটি পুলিশ নিরাপত্তা বিভাগ সচিবালয় ঢাকাতে বিভাগীয়ভাবে তদন্তের মাঝেই অভিযুক্ত ও দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন এতে হাজারীবাগ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা এ, কে সায়েদুল হক ভূইয়া সহ পুলিশের একাধিক কর্মকর্তা অনত্র্য বদলী হয়। মূলত বিষয়টি যেহেতু জমি সংক্রান্ত বিষয়ের এবং এটি নিয়ে বর্তমানে আদালতে দেওয়ানী মোকদ্দমা নং ১৪৯/২০১৯ ফৌজদারি পিটিশন মামলা নং ২০/২০২০ ও ১০৭/২০২২ ইং এবং অস্থায়ী নিষেধাজ্ঞা জারি পিটিশন মামলা নং ২৩২/২০২২ যা পরবর্তীতে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন ১৯৭১/২০২৩ ইং মামলা নং হিসেবে চলমান আছে। নিজের প্রভাব খাটিয়ে দলকে বিভ্রান্তির মধ্যে ফেলে বাদি সহ তার পরিবারকে যাতে কোন প্রকার হেনস্তা করতে না পারে এ বিষয় প্রসাশনের উচ্চ পদস্থ কর্মকর্তা পুলিশের   আইজিপি সহ  প্রশাসনের দৃষ্টি কামনা করছেন

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স