গত ৪ সেপ্টেম্বর তারিখে দৈনিক জনতায় ‘নয়ন জুলি খাল দখলদারদের কবলে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এলাকায় ক্ষতিগ্রস্থদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু এখন প্রশাসন রয়েছে অনেকটা নির্বিকার। দৈনিক জনতায় সংবাদ প্রকাশের পর আশুলিয়া এলাকার লোকজন পত্রিকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্দন করেছেন। এলাকার লোকজন নয়ন জুলি খাল উদ্ধারের দাবি জানান।
জানা গেছে, ঢাকা জেলার আশুলিয়া থানার জলভাগের আধার ছিল ফ্যান্টাসি কিংডম উত্তর পাশ থেকে বয়ে আসা এই নয়ন জুলি খাল। যার দৈর্ঘ্য ছিল প্রায় আশুলিয়া ব্রিজ পর্যন্ত। যেখানে একদা এই খালে নৌকা চলাচল করলেও, এই ১৫/২০ বছরে ফ্যান্টাসি কিংডমের সাথে সাথে অন্যান্য প্রতিষ্ঠানগুলো গিলে খেয়েছে সেই ৩০ কোথাও বা ৬০ ফুট চওড় খাল নয়ন জুলিকে ।
সিএস, আরএস এসএ নকশায় খালের উপস্থিতি থাকলেও বিএস নক্সায় এই নয়নজুলি খালের অস্থিত্ব নেই। একটি ৩০ ফুট প্রশস্ত খাল বর্তমানে ২ ফুট ড্রেনে রুপান্তরিত হয়েছে। স্থানীয় ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে একটু বৃষ্টিতেই খালের পানি ড্রেন উপচে ঢাকা-আশুলিয়া মহাসড়ক কোথাও কোথাও প্রায় ৩/৪ ফুট পানির নীচে কয়েকদিন ঢুবে থাকার নজীরও রয়েছে। কারখানা এবং আবাসিক এলাকার ময়লা ও দূষিত পানি নিম্ন আয়ের মানুষদের ঢুবিয়ে রাখে সারাবছর। ফলে এই ক্ষতিকর রাসায়নিক বিষক্রিয়ায় লিভার, কিডনি ড্যামেজ হয়ে যাওয়া এবং ক্যান্সারের মত মরণঘাতী ব্যাধির প্রদূর্ভাব দেখা দিয়েছে এলাকায়। সাথে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা রয়েছে অসুবিধায়। স্কুল কলেজে পড়ে এমন একাধিক ছাত্র-ছাত্রী বৈষম্য বিরোধী কেন্দ্রীয় ছাত্র নেতাদের দৃষ্টি আকর্ষন করেছেন প্রতিকারের।
অন্যদিকে গত ৪ সেপ্টেম্বর তারিখে দৈনিক জনতার সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের কোন সাড়া না পেয়ে আমাদের প্রতিনিধি এইচ আর হাবিব পুনরায় আশুলিয়া সহকারী কমিশনার (ভুমি) শাহ মো. যুবায়ের কাছে জানতে চাইলে তিনি জানান, সার্বেয়ারকে খতিয়ে দেখে জানাতে বলেছেন তিনি। তারপর ব্যবস্থা নেবেন। যদিও এলাকাবাসীর দাবি মাপামাপি করে এমন কাউকেই এ পর্যন্ত উপস্থিত হতে দেখেনি তারা। এদিকে দৈনিক জনতায় সংবাদ প্রকাশের পর নয়ন জুলি খালের আশপাশের মানুষেরা ফ্যান্টাসি কিংডমসহ অন্যান্য দখলদারদের বিরুদ্ধে ফুসে উঠছে বলে জানা গেছে। তারা পুনরায় আন্দোলন করে দাবি আদায়ের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।

দৈনিক জনতায় সংবাদ প্রকাশ হলেও প্রশাসন নির্বিকার
নয়ন জুলি খাল দখল
- আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ১০:৩৭:০১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ১০:৩৭:০১ পূর্বাহ্ন


নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ