ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ বাংলাদেশী ইব্রাহিমের লাশ তিনদিন পর ফেরত দিল বিএসএফ বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭ ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুমকি যুদ্ধবিরতির আভাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮২ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, অচল বন্দর-বিদ্যুৎকেন্দ্র টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১ ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার
‘‘চ্যাম্পিয়ন্স লিগ’’

অভিষেকেই দ্যুতি ছড়ালেন এনদ্রিক

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ১২:২০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ১২:২০:১৮ পূর্বাহ্ন
অভিষেকেই দ্যুতি ছড়ালেন এনদ্রিক
স্পোর্টস ডেস্ক
দারুণ জয়ে নতুন সংস্করণের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে রিয়াল মাদ্রিদ। প্রথম ম্যাচে স্টুটগার্টকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৮৩ মিনিট পর্যন্ত ১-১ সমতায় থাকার পর শেষ দিকে পার্থক্য গড়ে দেন অ্যান্টোনিও রুডিগার ও এনদ্রিক। যে কারণে শেষমেশ বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। গত মঙ্গলবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে গোল মিসের মহড়া দেয় রিয়াল। দারুণ সুযোগ তৈরি করেও লক্ষ্যভেদ করতে পারেননি কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়ররা। অন্যদিকে গোলরক্ষক থুবো কর্তোয়ার দারুণ কিছু সেভের কারণে প্রথমার্ধে নিরাপদ থাকে রিয়ালের জাল। দ্বিতীয়ার্ধে নেমেই অচলায়তন ভাঙেন এমবাপে। ৩০ সেকেন্ডের মাথায় গোল করেন তিনি। ফরাসি তারকার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। এমবাপেকে অ্যাসিস্ট করেন রদ্রিগো। ৬৮ মিনিটে সমতায় ফেরে স্টুটগার্ট। গোল করেন দেনিজ উনদাব। সময় শেষের দিকে হাঁটতে থাকলেও গোলের দেখা পাচ্ছিলো না কোনো দল। ফলে জয়সূচক গোল পেতে মরিয়া হয়ে উঠে রিয়াল। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে ৮৩ মিনিটে লুকা মদ্রিচের কর্নার কিকে দুর্দান্ত হেডে গোল করেন রুডিগার। এতে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল। রিয়ালের হয়ে শেষ গোলটি করেন এনদ্রিক। চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ব্রাজিলের উদীয়মান এই তারকা। অভিষেক ম্যাচেই গোল পেয়ে গেলেন তিনি। এনদ্রিকের গোলটিও ছিল দারুণ। বক্সের কাছ থেকে বল নিয়ে একাই গোলটি করেন তিনি। এর ফলে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন এনদ্রিক। এদিন এনদ্রিকের বয়স ছিল ১৮ বছর ৫৮ দিন। এতদিন এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেস। তিনি গোল করেছিলেন ১৮ বছর ১১৩ দিনে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ