ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

আজ ওয়ানডে সিরিজে মুখোমুখি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ১২:১৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ১২:১৮:৫২ পূর্বাহ্ন
আজ ওয়ানডে সিরিজে মুখোমুখি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
আজ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়ে চোখ অসিদের। অন্যদিকে ছয় বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য ইংল্যান্ডের। নটিংহামে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে প্রথম ওয়ানডে। কাজের চাপ কমাতে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে। তার জায়গায় ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিবেন মিচেল মার্শ। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন ইনজুরিতে পড়েন নাথান এলিস, রাইলি মেরেডিথ ও জেভিয়ার বার্টলেট। তাদের শূন্যস্থান পূরণে প্রথমবারের মত ওয়ানডে দলে নেওয়া হয়েছে ব্যাটিং অলরাউন্ডার কুপার কোনোলি ও পেসার বেন ডোয়ার্শিসকে। এছাড়া রিজার্ভ তালিকায় দলের সাথে রাখা হয়েছে ১৯ বছর বয়সী পেসার মাহ্লি বিয়ার্ডমেনকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নিয়মিত অধিনায়ক জশ বাটলারকে পাচ্ছে না ইংল্যান্ড। ডান পায়ের কাফ ইনজুরির কারনে ছিটকে গেছেন উইকেটরক্ষক-ব্যাটার বাটলার। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন হ্যারি ব্রুক। প্রথমবারের মতো ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংলিশদের নেতৃত্বে ছিলেন ব্রুক। বাটলারের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে সুযোগ পেয়েছেন লিয়াম লিভিংস্টোন। অসিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ম্যাচে ৪৭ বলে ৮৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন লিভিংস্টোন। ২০২১ সালে অভিষেকের পর গত বছরের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার। ২৫ ওয়ানডেতে ৫৫৮ রান ও ১৭ উইকেট শিকার করেছেন লিভিংস্টোন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ