ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো বিসিবি

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ১২:১৮:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ১২:১৮:২৫ পূর্বাহ্ন
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো বিসিবি
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টটি সরিয়ে নেয় সংযুক্ত আরব-আমিরাতে। আগামী ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। গতকাল দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিও বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেন ১০ দেশের ১০ জন প্রবাসী। ভিডিওর শুরুতে বক্তব্য রাখেন বিসিবির উইমেন্স উইংসের প্রধান ও বাংলাদেশ পুরুষ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের খুব বেশি দেরি নেই। আমাদের নারী ক্রিকেটারারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবারের বিশ্বকাপে তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে। এবারের বিশ্বকাপ দলটা আমরা একটু ভিন্নভাবে ঘোষনা করতে চাই। সারাবিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশীরাই এবারের বিশ্বকাপের দল ঘোষনা করবেন।’ প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন টপ-অর্ডার ব্যাটার তাজ নেহার। বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের সাথে শ্রীলংকা সফরে আছেন ২৬ বছর বয়সী তাজ। নতুন মুখ হিসেবে আরও আছেন অলরাউন্ডার দিশা বিশ্বাস। ২০২৩ সালে নারী টি-টোয়েন্টি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন তিনি। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি দিশার। গত জুলাইয়ে এশিয়া কাপ দিয়ে দলে ফিরেছিলেন জাহানারা আলম ও রুমানা আহমেদ। বিশ্বকাপ দলে জায়গা হয়নি রুমানার। তার সাথে এশিয়া কাপের দল থেকে আরও বাদ পড়েছেন রুবাইয়া হায়দার, শরিফা খাতুন, সাবিকুন নাহার ও ইশমা তানজিম। তাদের জায়গায় দলে নেওয়া হয়েছে সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন ও সাথি রানিকে। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপে বাংলাদেশ দল-নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্না আক্তার, রিতু মনি, সুবহানা মোস্তারি, রাবেয়া আক্তার, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রাণী, দিশা বিশ্বাস। 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য