ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা নতুন মোড় নিলো দিয়েগো জোতার মৃত্যু নেইমারের গোলে ফেরোভিয়ারিয়ার বিপক্ষে জয় পেলো সান্তোস শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল বন্যা তোমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল : লারা রুটের ব্যাটে ভর করে লড়ছে ইংল্যান্ড ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন ক্যাম্ফার বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা শ্বাসরুদ্ধকর ম্যাচে গায়ানার সাথে জয় পেলো রংপুর ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে নেই শাপলা বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো বিসিবি

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ১২:১৮:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ১২:১৮:২৫ পূর্বাহ্ন
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো বিসিবি
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টটি সরিয়ে নেয় সংযুক্ত আরব-আমিরাতে। আগামী ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। গতকাল দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিও বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেন ১০ দেশের ১০ জন প্রবাসী। ভিডিওর শুরুতে বক্তব্য রাখেন বিসিবির উইমেন্স উইংসের প্রধান ও বাংলাদেশ পুরুষ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের খুব বেশি দেরি নেই। আমাদের নারী ক্রিকেটারারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবারের বিশ্বকাপে তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে। এবারের বিশ্বকাপ দলটা আমরা একটু ভিন্নভাবে ঘোষনা করতে চাই। সারাবিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশীরাই এবারের বিশ্বকাপের দল ঘোষনা করবেন।’ প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন টপ-অর্ডার ব্যাটার তাজ নেহার। বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের সাথে শ্রীলংকা সফরে আছেন ২৬ বছর বয়সী তাজ। নতুন মুখ হিসেবে আরও আছেন অলরাউন্ডার দিশা বিশ্বাস। ২০২৩ সালে নারী টি-টোয়েন্টি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন তিনি। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি দিশার। গত জুলাইয়ে এশিয়া কাপ দিয়ে দলে ফিরেছিলেন জাহানারা আলম ও রুমানা আহমেদ। বিশ্বকাপ দলে জায়গা হয়নি রুমানার। তার সাথে এশিয়া কাপের দল থেকে আরও বাদ পড়েছেন রুবাইয়া হায়দার, শরিফা খাতুন, সাবিকুন নাহার ও ইশমা তানজিম। তাদের জায়গায় দলে নেওয়া হয়েছে সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন ও সাথি রানিকে। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপে বাংলাদেশ দল-নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্না আক্তার, রিতু মনি, সুবহানা মোস্তারি, রাবেয়া আক্তার, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রাণী, দিশা বিশ্বাস। 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য