যান্ত্রিক ত্রুটি সারিয়ে চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে মেট্রোরেলের মতিঝিল অংশকে।
গতকাল বুধবারই এ অংশে ট্রেন চলবে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।
তিনি বিকাল সোয়া ৫টায় বলেন, আমাদের ৪৩০ নম্বর যে পিলার, এটার যে হেড আছে- এর মাঝখানে চারটা বিয়ারিং প্যাড আছে, এটা স্প্রিংয়ের মত কাজ করে। এটা ফ্লেক্সিবিলিটি রক্ষা করে, এর একটা কর্নারে একটা বিয়ারিং প্যাড ডিসপ্লেসমেন্ট হয়েছে।
বিয়ারিং প্যাডটি ভায়াডাক্টের নিচে ও পিলারের উপরে থাকে। এটা দুই থেকে তিন ইঞ্চি দেবে গিয়েছিল। আমরা কোনো রিস্ক না নিয়ে সকাল থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রেখেছি। এখন মেরামত শেষ করে মেট্রোরেল চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে।
এই অংশ মেরামত করতে গিয়ে ভায়াডাক্টের তাপমাত্রা বেড়ে গেছে জানিয়ে তিনি বলেন, ভায়াডাক্টের তাপমাত্রা এখন বেশি, ৪০-এ। তাপমাত্রাটা একটু কমলে অর্থাৎ ৩২ এ নেমে আসলে আমরা চলাচল শুরু করতে পারব।
যান্ত্রিক ত্রুটির কারণে এদিন সকাল সাড়ে ৯টা থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল বন্ধ করা হয়। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

চলার জন্য প্রস্তুত মতিঝিল অংশ
- আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৯:৪৬:০১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৯:৪৬:০১ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ